বিএসবিএ’র কর্মশালা ।। পরিবেশবান্ধব শিপ ইয়ার্ড গড়ে তোলার তাগিদ

২৫ মে ১৫।।  বিএসবিএ ও ক্রিয়েটিভ কনসালটেন্ট এর যৌথ উদ্যোগে গতকাল ‘বর্জ্য ব্যবস্থাপনা ও তেল দূষণ রোধ’ শীর্ষক প্রশিক্ষকদের ট্রেনিং প্রোগ্রাম নগরীর একটি হোটেলে শুরু হয়েছে। এতে বাংলাদেশ শীপ ব্রেকার্স এসোসিয়েশনের (বিএসবিএ) এর সভাপতি এম.এ তাহেরের সভাপতিত্বে অনুষ্ঠানে বিএসবিএ’র পক্ষ থেকে নির্বাহী কমিটির সদস্য ও বিএসবিএ’র বৈদেশিক বিষয়ক সম্পাদক এবং পিএইচপি ফ্যামিলির পরিচালক মোহাম্মদ জহিরুল ইসলাম রিংকু স্বাগত বক্তব্য রাখেন। উপস্থিত ছিলেন নির্বাহী কমিটির সদস্য মাকসুদুর রহমান। অনুষ্ঠানে রাজকীয় নেদারল্যান্ডস এ্যাম্বেসির অর্থায়নে ক্রিয়েটিভ কনসালটেন্টের ধরমেশ জানি ট্রেনিং প্রোগ্রামে বিভিন্ন দিক নির্দেশনামূলক বক্তব্য রাখেন।

বিএসবিএ’র সভাপতি এমএ তাহের বলেন, বাংলাদেশের শীপ রিসাইক্লিং শিল্পের বিরুদ্ধে ইউরোপীয় ইউনিয়নসহ সকল ষড়যন্ত্র মোকাবেলার জন্য বিএসবিএ সর্বাত্মক প্রচেষ্টা চালাচ্ছে। এক্ষেত্রে শীপ রিসাইক্লিং সেক্টরের ইমেজ বিল্ডআপ করার জন্য সাসটেনেইবল ফিন্যান্স এডভাইজারী (এসএফএ) এর মত আন্তর্জাতিক সংস্থাকে পরামর্শক হিসেবে নিয়োগ দেয়ার জন্য চিন্তা ভাবনা চলছে।

নির্বাহী কমিটির সদস্য মোহাম্মদ জহিরুল ইসলাম বলেন, পরিবেশ রক্ষায় আমাদেরকে সচেতন হতে হবে এবং মনে রাখতে হবে ‘তুমি আমি মিলে এ দেশ, আমরাই বাঁচাবো পরিবেশ’। আমরা যদি প্রত্যেকে এই োগানকে সামনে রেখে নিজ নিজ কর্মক্ষেত্রে পরিবেশ রক্ষায় সচেতন হই, তবেই আমরা আমাদের কাঙ্কিত লক্ষ্যে পৌঁছাতে পারবো। দেশি বিদেশি এনজিও সমূহ আমাদের বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছে।

তিনি বলেন, ইতিপূর্বে রাজকীয় নেদারল্যান্ডস এ্যামবেসেডর ইয়ার্ড পরিদর্শন করে সন্তোষ প্রকাশ করেছেন। আমাদের পরিবেশবান্ধব শীপ ইয়ার্ড গড়ে তুলতে হবে তিনি বলেন, শিল্প মন্ত্রণালয় ও বিএসবিএ’র যৌথ উদ্যোগে ভারতের মডেলে সেন্ট্রাল ডাম্পিং জোন স্থাপনের পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। নেদারল্যান্ডস্থ সংস্থা (এফএমও) শীপ ইয়ার্ড এর শ্রমিক কর্মচারীদের ব্যবহারের জন্য একটি এ্যাম্বুল্যান্স প্রদানের জন্য চুক্তি স্বাক্ষরিত হয়েছে। তাছাড়া ১০টির মত গ্রীন মডেল ইয়ার্ড তৈরীর পরিকল্পনা গ্রহণ করা হয়েছে।

উল্লেখ্য যে, রাজকীয় নেদারল্যান্ডস দূতাবাসের অর্থায়নে গত ১৩ এপ্রিল বিএসবিএ ও ক্রিয়েটিভ কনসালটেন্টের সাথে এই প্রশিক্ষণ প্রকল্পের চুক্তি স্বাক্ষরিত হয়। এই ট্রেনিং প্রোগ্রামে বিএসবিএ’র সদস্য প্রতিষ্ঠানের ইয়ার্ড ডিরেক্টর, ইয়ার্ড ম্যানেজার, সেইফটি অফিসার, ম্যানেজম্যান্ট রিপ্রেসেনটেটিভ, ফোরম্যান, কাটারম্যানসহ আরো অন্যান্য কর্মরত ৩০টি ইয়ার্ডের অর্ধশতাধিক কর্মকর্তাগণ অংশগ্রহণ করেন। প্রেস বিজ্ঞপ্তি। সূত্রঃ দৈনিক  আজাদী

 

Sharing is caring!

Related Articles

Back to top button