ঝাপান খেলা

ঝাপান খেলা বাংলার ঐতিহ্যবাহী খেলা l মুলত বেহুলা লখিন্দর এর বিলাপ ও সাপুড়েদের নাচ ও ফনা তুলে রাখার উত্তেজনাই এই ঝাপানের মুল বৈশিষ্ট্য .

কিন্তু সাপ নিয়ে প্রচলিত যেই সব মিথ বা ভুল ধারনা আছে তা এই সব খেলা দেখানোর মাধ্যমে তা আরো পোক্ত হয় l এবং বিষধর এই সাপ গুলো কে বিষদাঁত উপরে ফেলার মাধ্যমে এগুলোকে এখানে হাজির করা হয় l সাপের বিষথলি যদি না থাকে তাহলে সাপ বেশি দিন বাঁচে না l

পরিবেশবাদীদের সাথে এই বিষয়ে আলোচনা করে জানা গেল – এই খেলাটি ঐতিহ্য হলেও তা প্রকৃতি বিরুদ্ধ l আর যদি খেলাটি যদি রাখতেই হয় তাহলে তা সাপে কামড় ও প্রতিকার ও সাপ ধারনার উৎসব হিসাবে সরকারি ভাবে জীব বিজ্ঞানের প্রশিক্ষন এর মাধ্যমে যদি তা করা হয় l

এই খেলাটি সাধারণত চুয়াডাঙ্গা , ঝিনাইদহ , কুষ্টিয়া , মেহেরপুর ও আরো অন্যান্য জেলায় তা হয়ে থাকে l

 

Sharing is caring!

Related Articles

Back to top button