বিশ্ব ওজন দিবস

আজ বিশ্ব ওজোন দিবস: বায়ুমন্ডলের ওজোনস্তর রক্ষা ও পৃথিবীর উষ্ণায়ন হ্রাসের সংকল্পে এবারের প্রতিপাদ্য-‘পঁয়ত্রিশে মন্ট্রিল প্রটোকল-জীবন রক্ষায় অঙ্গীকার অবিচল’। পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় এক প্রজ্ঞাপনে এই স্লোগান নির্ধারিত করেন l

বিশ্বে কার্বন নি:শ্বরনের লক্ষ্যমাত্রা নামিয়ে আনার উদ্যাগ গ্রহন করলেও তৃতীয় বিশ্বের চেয়ে উন্নত বিশ্বে তার পরিমান দিন দিন বাড়ছেই l পৃথিবীকে বাস যোগ্য করে তুলতে হলে সারা পৃথিবীতে শ্রেনী বৈষম্য দুর করতে হবে l বিশ্ব মোড়লিপনার কারনে এই উদ্যোগ শুধু একটা আনুষ্ঠানিকতা l

Sharing is caring!

Related Articles

Back to top button