সাকার ফিস – অশনিসংকেত

চগবগে মাছে বুড়িগঙ্গা ভরপুর

সাকার মাউথ ক্যাটফিস – প্রচলিত সাকার ফিস বা চগবগে মাছ – বাংলাদেশে তার প্রবেশ এক্যুরিয়ামের মাধ্যমে l এক্যুরিয়ামের ময়লা বা শ্যাওলা পরিস্কার করতে এই মাছে রাখা হয় l এই মাছ কে আমদানি করেছে তার রেকর্ড নাই l বুড়িগঙ্গা সহ দেশের অনেক খালে বিলে এই মাছ পাওয়া যায় l দ্রুত বংশবিস্তার করতে পারে l মাছের খাদ্য চাহিদায় এই মাছ নেই l তাই এদের বংশ বিস্তার ক্রমবর্ধমান l ভয়ংকর দিক হচ্ছে দেশি মাছের খাবার ও ডিমের লার্ভা এদের প্রিয় খাবার l যে জলাশয়ে এই মাছ পাওয়া যায় সেখানে কই শিং মাগুর বোয়াল আর পাওয়া যাচ্ছে না l পদ্মার জেলেদের জালেও এই মাছ ধরা পড়ছে l বিক্রিয় মুল্য না থাকাতে তা আবার পানিতেই ফেলে দেয়া হচ্ছে l কিভাবে এর বংশ রোধ করা যাবে ? এ নিয়ে মৎস অধিদপ্তর উপায় খুঁজে পায়নি l সাকার ফিস পানি ছাড়া চব্বিশ ঘন্টা বাঁচতে পারে l ময়লা ও দুর্গন্ধ পানিতে এদের স্বাভাবিক জীবন – এদের নি:শ্বাস নেয়ার ক্ষমতা মানুষের মতো l

তবে সরকারি উদ্যোগে যদি এই মাছ ধরে বা গবেষণার মাধ্যমে প্রজনন রহিত করা যায় l অথবা এই মাছ ধরে পশু বা হাঁস মুরগির খাবারে রুপান্তরিত করা যায় তাহলে তার অর্থকরী সুবিধা পাওয়া যাবে l তবে সিদ্ধান্ত নিতে হবে অচিরেই নাহলে বাংগালীর অন্যতম প্রধান খাবার দেশীয় মাছের আকাল আসতে পারে l

 

Sharing is caring!

Related Articles

Back to top button