
২০০টন পেঁয়াজ পঁচে যাওয়ার রহস্য কি ?
তুরুস্ক থেকে আসা ২০০ টন পেঁয়াজ ফেলে দেয়া হয়েছে l টিসিবি চট্রগ্রাম গুদামের আশেপাশে এলাকায় এই পেঁয়াজ ডাম্পিং করা হয়েছে l এতে আশেপাশের এলাকায় পঁচা গন্ধে মানুষের নাভিশ্বাস অবস্থা l টিসিবি কর্মকর্তারা বলছেন শিপিং ডুকুমেন্টস সময়মতো না আসাতে তারা মাল রিলিজ করতে পারেনি l কিন্তু এ ধরনের কাঁচামালের ক্ষেত্রে অরজিনাল ডকুমেন্টস কখোনোই সাথে সাথে আসে না l কপি ডকুমেন্টস দিয়েই মাল ছাড়িয়ে নেয়া হয় l এই গাফিলতি সরবরাহকারির উপর চালালেও সংলিষ্ট অন্যান্য ষ্টক হোল্ডাররা মনে করছেন এই বিষয়টি খতিয়ে দেখা দরকার l টিসিবির এক তরফা বিবৃতিতে রাষ্টীয় সম্পদ লোকসানের বিষয়টি দামাচাপা পড়ে যাচ্ছে l তাছাড়া এই ক্ষতিপূরণ কোনো ইন্সপেকশন কোম্পানি দিয়ে করিয়েছেন কিনা এবং এল সির টাকা কিভাবে কমিয়ে দেবেন বা সরবরাহকারি এই ক্ষতিপূরণ মেনে কারকশন ইনভয়েস দেবেন কিনা l এই বিষয়ে কোনো ইংগিত টিসিবি কতৃপক্ষ দেন নি l