
যাদব এক স্রষ্টার নাম
মলাই ফরেষ্ট আসামে যা একজন মানুষের সৃষ্টি l
যাদেব মলাই পিয়াং – একজন মানব উৎকৃষ্ট আত্মা l একজন স্রষ্টা l আসামের ব্রম্মপুত্র নদীর পারেকালিকামুখের কাছে যিনি ত্রিশ বছর ধরে গাছ লাগিয়ে লাগিয়ে একটি বন বানিয়ে ফেলেছেন l বন উজাড় করেনদী ভাংগনের স্বীকার যাদেবের পুর্বপুরুষ l তাই নদীরপারের ধুধু বালুচরে সে গাছ লাগানো শুরু করে – দেখতে দেখতে তা হয়ে উঠে বিশাল বন – সেই বনের নাম লোকেরা বলে মলাই ফরেষ্ট l যাদব দেখেন তার এলাকায়প্রায় ১০৯ রকমের সাপের আবাস ছিল l বনের অভাবেসব সাপ মারা যায় – যাদব ভাবে একদিন সেভাবে তারসন্তানরাও মারা যাবে lসে বন বানাতে লেগে গেল এবংতার জীবদ্দশায় সে দেখে গেল একটি বালুচর বনে পরিনত হয়েছে lআসামের জোরাট জেলায় তার জন্ম৩১শে অক্টোবর ১৯৫৯ মলাই মাইসিং আদিবাসী l ভারত সরকার তাকে চতুর্থ বেসামারিক পদক পদ্মশ্রী তেভুষিত করেছেন l
প্রকৃতি রক্ষা করার জন্য আমাদের দেশে যাদবের বড় অভাব l আমাদের আছে বন খেকোর দল l