
চা বাগান মালিকের ভুল অংক
চা বাগান মালিকরা বলছে কয়েকশ কোটি টাকা ক্ষতি হয়েছে l এই ক্ষতি কেন ? তার গনিতের ব্যাখ্যা কি l ১৫ দিন শ্রমিকের বেতন দেননি সেই হিসাব কোথায় যাবে l দেশে এক লক্ষ তিন হাজার নিবন্ধিত শ্রমিক আছে l অস্থায়ী শ্রমিক আছে ত্রিশ হাজার l ধরে নিলাম তিনশ কোটি টাকা ক্ষতি হয়েছে l এই ১৫ দিন ৭০ টাকা করে বেশী দিলে কতো লস হতো l তাহলে মালিকরা কি এইটা বুঝে না ? মালিকরা সব বুঝে কারন ধনী হতে হলে লাভের অংকটা বুঝতে হয় l নামমাত্র মজুরি বাড়িয়ে তারা আগামীতে কতো লাভ করবে lচায়ের দাম যখন বাড়ে তখনকি মজুরি বাড়িয়ে দেবে l দেশে ২৫৬টি চা বাগান আছে l চা আমাদের আদি কৃষি নয় এটি বৃটিশরা ১৮৪০ সালে সিলেট অঞ্চলে শুরু করে l সাওতাল দের ধরে এনে অনেকটা দাসের মতো বাগানগুলোতে কাজ করানো হতো l দেশ ভাগের পরপরেও ব্রিটিশরা তাদের বানিজ্য চালিয়ে রাখে – সম্প্রতি বাংগালী ধনিরা এই চা বাগানের মালিক l শওয়ালেস সহ আরো কিছু কোম্পানি জয়েন্ট কোলাবোরেশান এ বাগান টিকিয়ে রেখেছে l
সাম্প্রতিক এই আন্দোলনে দেশবাসীর কাছে চা শিল্প নিয়ে অনেক তথ্য উঠে এসেছে l