১৭০টাকা মজুরি নির্ধারণ চা শ্রমিকদের

চা শ্রমিক নেতৃত্বের দুর্বলতা ও আপোষ কামীতা

চা শ্রমিকদের দৈনিক মজুরি ১৭০ টাকা নির্ধারণ করে দিয়েছেন প্রধানমন্ত্রী l শ্রমিকদের মধ্যে দ্বন্ধ – নেতারা খুশী

চা শ্রমিকদের দৈনিক মজুরি ১৭০ টাকা নির্ধারণ করে দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এতে শ্রমিক ইউনিয়নের নেতারা সন্তুষ্টি প্রকাশ করলেও সাধারণ চা শ্রমিকরা খুশি হননি।

বর্তমান বাজার প ১৭০ টাকা দিয়েও চলা যাবে কিনা প্রধানমন্ত্রীর কাছে প্রশ্ন ।

ডেইলী  ৩০০ টাকা মজুরির দাবিতে ১৮ দিন ধরে ধর্মঘট পালন করছেন দেশের সব চা বাগানের শ্রমিক। গত শনিবার  বাগান মালিকদের নিয়ে বসেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। গণভবনে প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে ১৩ জন বাগান মালিক অংশ নেন।

প্রায় ২ ঘণ্টার ওই বৈঠক শেষে গণভবনের সামনে সাংবাদিকদের বলেন  প্রধানমন্ত্রীর মুখ্য সচিব আহমেদ কায়কাউস। তিনি জানান, প্রধানমন্ত্রী চা শ্রমিকদের মজুরি ৫০ টাকা বাড়িয়ে ১৭০ টাকা নির্ধারণ করে দিয়েছেন।

রোববার থেকে কাজে যোগ দিতে শ্রমিকদের অনুরোধ  করেছেন বলেও জানান মুখ্য সচিব।

চা শ্রমিকরা বর্তমানে ১২০ টাকা মজুরি পান। এ অবস্থায় মাত্র ৫০ টাকা মজুরি বাড়ায় তারা সন্তুষ্ট নন বলে জানিয়েছেন। সিলেটের মালনীছড়া চা বাগানের শ্রমিক স্বপন দাস  বলেন, ‘৩০০ টাকার দাবিতে আমরা ১৮ দিন ধরে আন্দোলন করছি। এখন ষড়যন্ত্রের শিকার l কিচ্ছু করার নাই l আমি একেলা কি করবো l

সমতলের চা শ্রমিকের পক্ষের রাজনৈতিক ব্যাক্তিত্বরা বলেন – পেশাগত শ্রমিকের দাবি সবসময় তাদের দুর্বল নেতৃত্ব ও নানান দালালী ও ষড়যন্ত্রের মাধ্যমে তা নানান গতি নেয় – সেখান থেকে শিক্ষা নিয়ে তারা আবার এগুবে – এটা বাহির থেকে নিয়ন্ত্রণ সম্ভব নয় l তবে আন্দোলন করে কিছু একটা যে পাওয়া যায় এই অভিজ্ঞতা তাদেরকে আগামীতে সঠিক পথ দেখাবে l

Sharing is caring!

Related Articles

Back to top button