
পতেংগা সমুদ্র সৈকত ইজারা
চট্রগ্রামের পতেংগা সমুদ্র সৈকত নিয়ে চলছে বানিজ্য বেসাতির কারবার l বেড়িবাঁধ সহ বীচের উন্নয়ন কাছ ও সৌন্দর্য বর্ধন করা হলেও পরিকল্পিত ভাবে দোকান পাট বসানোর ব্যাপারে আছে ব্যাপক অনিয়ম l প্রশাসনিক ভাবে চট্রগ্রাম উন্নয়ন কতৃপক্ষের হাতে এ দায়িত্ব থাকলেও এখানে অন্যান্য প্রশাসনেরও লোকজনও খবরদারি করে l
সম্প্রতি সিডিএ সাত কিলোমিটার এলাকাকে দুই ভাগে ভাগ করে তা ইজারা দিয়ে দিয়েছে l প্রবেশ ফি প্রথমে ঘোষনা থাকলেও জনগনের আন্দোলনের মুখে তা তুলে নেয়া হয়েছে l কিন্তু স্থায়ী ইমারত ও স্থাপনা সাগরের জীব বৈচিত্র্যকে হুমকির মধ্যে ফেলবে l