
জংগল সলিমপুরে সরকারের দখলি জমি উদ্ধার
দেশের ভেতর আরেক দেশ
জংগল সলিমপুর চট্রগ্রামের সীতাকুণ্ড এলাকায় পাহাড় ঘেড়া ৩১০০ একর সমপরিমান জায়গা নিয়ে বিভিন্ন ভুমিদুস্যুরা মিলে অপরাধের এক স্বর্গ রাজ্য তৈরি করেছিল l এ ছিল দেশের ভেতর আরেক দেশ – তাদের নিজস্ব ব্যাংক ব্যাবস্থা – নিরাপত্তা ব্যাবস্থা – ও শাসন কাঠামো ছিল l সরকারি জমি দখলিস্বত্ব বিক্রি হত চড়া দামে l শুধুমাত্র একটি সাদা কাগজ অথবা স্টাম্প পেপারে জায়গার পরিমান উল্লেখ করে তা হাতবদল হতো l সারা বাংলাদেশের বিভিন্ন জায়গা থেকে অপরাধীরা অপরাধ সংগঠিত করে এইসব এলাকায় আশ্রয় নিতো l গ্রিন নিউজের প্রতিবেদক সরজমিন তদন্ত করে এইসব তথ্য ও উপাত্ত পেয়েছেন l এখন প্রশ্ন হতে পারে তাহলে প্রশাসন কোথায় ছিলেন l তাহলে কি প্রশাসনের ছত্রছায়ায় এই দখলদার বানিজ্য চলছিল l সম্প্রতি সরকার এইসব এলাকা উচ্ছেদ করে নিজেদের দখলে নিয়ে নানা প্রকল্পের কথা বলছেন l কিন্তু এই অপরাধীরা কোথায় কিভাবে ছড়িয়ে পড়ছে তার কি কোনো সমীক্ষা বা পর্যবেক্ষণ আছে ? যদি না থাকে তা অবিলম্বে এই বিষয়ে নজরদারি বাড়ানো উচিত l বিগত ত্রিশ বছর এই ভুমিদুস্যুরা কাদের ছত্রছায়ায় এই অপরাধ সংগঠিত করছিল তা কি খতিয়ে দেখার প্রোয়োজন নেই l বড় জমায়েত ও রাজনৈতিক মিছিল সমাবেশে ট্রাকে করে এদের নিয়ে আসা হতো l কারা এদের ব্যাবহার করতো ?
জংগল সলিমপুরে নাইট সাফারি ও নতুন জেলখানা সহ সরকার অনেক পরিকল্পনা হাতে নিয়েছেন তাতে সাধুবাদ জানাই l