
কক্সবাজার বীচে জেলিফিশ
সমুদ্র দূষণ মাত্রাতিরিক্ত
সম্প্রতি বেশ কিছু দিন ধরে ১৫ কিলোমিটার জুড়ে সৈকতে পাওয়া যাচ্ছে মৃত জেলিফিশ l সাধারণত শীতকালে এই ধরনের জেলিফিশ বীচে মৃত দেখতে পাওয়া যায় l কিন্তু এখন এতো বেশী দেখতে পাওয়ায় গবেষকরা বলছেন এর বিবিধ কারন থাকতে পারে l প্রথমত জেলিফিশরা ভাসতে ভাসতে তীরে এসে ভাটার সময় তা বালিতে আটকা পড়তে পারে l দ্বিতীয়ত জেলেদের জালে পড়ে তা আহত বা মৃত অবস্থায় তীরে চলে আসতে পারে l তৃতীয়ত সমুদ্র দূষণ মাত্রাতিরিক্ত অবস্থায় থাকাতে জেলিফিশ মারা যাচ্ছে l জেলিফিসের বৈজ্ঞানিক নাম হচ্ছে Scyphozoa . সাধারণত বেশীর ভাগ জেলিফিশ মানুষের জন্য ক্ষতিকারক নয় l তবে কক্সবাজারের বীচে কতো ধরনের জেলিফিশ পাওয়া গেছে তা এখোনো মৎস বিভাগ বা বিশেষজ্ঞরা জানাতে পারেনি l তবে স্থানীয় লোকজন বলছে তা হাতে বা গায়ে লাগলে চুলকানি বোধ হচ্ছে l