
ওঝার হাতে আরও একজন সাপে কাটা রোগীর মৃত্যু !
ওঝার হাতে আরও একজন সাপে কাটা রোগীর মৃত্যু !
গতরাত ২ টা ৩০ মিনিটের দিকে হরিণাকুন্ডু উপজেলার জোড়াদাহ গ্রামের নিষীত কুমার সরকারের স্ত্রীকে নিজ বসত ঘরে বিছানা থেকে সাপে কাটে। সাপে কাটার পর এক ওঝা দুই ওঝা করতে করতে রোগীর অবস্থার অবনতি হলে সকাল ছয়টায় হাসপাতালে নিলে চিকিৎসক রোগীকে মৃত ঘোষণা করে !
এধরণের বেদনা দায়ক মৃত্যু এড়াতে সব ধরনের ওঝাগিরী রাষ্ট্রীয়ভাবে নিষিদ্ধ হওয়া জরুরী !
প্রতিবেদন: আব্দুল্লাহ মারুফ, পরিবেশ কর্মী