
পাহাড়তলীতে সি আর বি রক্ষা মঞ্চের মতবিনিময় সভা
“রেল কর্তৃপক্ষ পিপিপি’র নামে সিআরবিতে ছয় একর জায়গা ৫০ বছরের জন্য ইউনাইটেড গ্রুপকে একটি প্রাইভেট হাসপাতাল,কলেজ নির্মাণে লিজ দেওয়ার চুক্তি করেছে।এখানে চিকিৎসা করানোর সামর্থ্য সাধারণ মানুষের হবেনা।রেলে চাকুরিরতরা এ হাসপাতালে ২০% ছাড়ে চিকিৎসা নিতে পারবেন বলে যে মূলো ঝুলানো হচ্ছে,তা ভাঁওতাবাজি ছাড়া কিছু নয়।রেল,রেলের জমি,সিআরবি জনগণের সম্পদ।বেসরকারী কোম্পানির মুনাফার জন্য কেন সিআরবির জমি লিজ দেওয়া হবে?সিআরবিতে পিপিপির ভিত্তিতে ইউনাইটেডের সাথে চুক্তি রেল বেসরকারীকরণ নীতিরই অংশ।আজ তাই রেলের সমস্ত শ্রমিক কর্মচারীদের সিআরবিতে ইউনাইটেড হাসপাতাল নির্মানের চক্রান্তের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে।” আজ পাহাড়তলী এলাকাবাসী ও রেল শ্রমিক-কর্মচারীদের সাথে মতবিনিময়কালে ডাঃ মাহফুজুর রহমান এ আহবান জানান।
নাট্যধারার সভাপতি মোস্তফা কামাল যাত্রার সভাপতিত্বে ও সিআরবি রক্ষা মঞ্চের সদস্য শ্রমিকনেতা মহিনউদ্দিনের সভাপতিত্বে আজ বিকাল ৪ টায় সেগুনবাগান অভয়া আর্ট স্কুলে অনুষ্ঠিত এ মতবিনিময়সভায় বক্তব্য রাখেন সিআরবি রক্ষা মঞ্চের সমন্বয়ক বীর মুক্তিযোদ্ধা ও মুক্তিযুদ্ধ গবেষক ডাঃ মাহফুজুর রহমান,মঞ্চের সহসমন্বয়ক রেল সুহৃদ পরিবারের রিজওয়ানুর রহমান খান,মঞ্চের নেতা হাসান মারুফ রুমী,অপু দাশ গুপ্ত,মূকাভিনয় শিল্পী রিজোয়ান রাজন,রেল শ্রমিক নেতৃবৃন্দের মধ্যে কাজী আনোয়ারুল হক হানি,এম আর মন্জু,এস কে বারী,ওমর ফারুক,মাহাবুবুর রহমান, এলাকাবাসীর পক্ষ হতে মুকুল একাডেমীর দৃষ্টি প্রতিবন্ধী শিক্ষক আমিনুল ইসলাম মুকুল,আপন এর নুরুদ্দিন সাগর,বর্ণমালা স্বেচ্ছাসেবী সংগঠনের মনিরুল সলাম মনি,খুলশী যুব উন্নয়নের আবদুর রহিম,শিশু সুরক্ষা কমিটির মাঈনুদ্দিন, অক্ষয়ের মো:শিপন- মাওলানা ভাসানী স্মৃতি পাঠাগারের নাজিম উদ্দিন বাপ্পী,সৃজনশীল সাংস্কৃতিক অঙ্গনের রাকিব,সৃজনশীল সমাজকল্যাণ সংগঠনের মো:মুরাদ হাসান, ওভার্ট থিংক ট্যাংকের প্রজেক্ট ম্যানেজার আকতার খান,স্কুল শিক্ষক খালেদ প্রমুখ।
সভায় মহিন উদ্দিন কে আহবায়ক ও মুরাদ হাসান কে সদস্য সচিব এবং উপস্থিত শিক্ষক, শিল্পী, রেল শ্রমিক নেতৃবৃন্দদের উপদেষ্টা করে ৪১ সদস্য বিশিষ্ট সিআরবি রক্ষা মঞ্চ পাহাড়তলি আঞ্চলিক কমিটি গঠিত হয়।
সভা থেকে আগামী ২৭ আগস্ট,শুক্রবার, বিকাল ৩ টায়,সিআরবি শিরীষতলায় ‘সিআরবি বাঁচাও,চট্টগ্রাম বাঁচাও’ শীর্ষক গণমতবিনিময় সভা সফল করার আহবান জানানো হয়।
সভা শেষে একটি মিছিল সেগুনবাগান থেকে পাহাড়তলী ওয়ারলেস মোড়ে এসে সমাপ্ত হয়।