ইউনাইটেডের হাসপাতাল নির্মাণের চুক্তি ও সিদ্ধান্ত জনগণ মানেনা/সিআরবি রক্ষা মঞ্চ

“সিআরবি কারো ব্যক্তিগত সম্পত্তি নয়।জনগণের সম্পদ।জনগণের মতামত উপেক্ষা করে সিআরবিতে ইউনাইটেডের হাসপাতাল নির্মাণের চুক্তি ও সিদ্ধান্ত জনগণ মানেনা।সেই অবস্হাই আজ চট্টগ্রামে তৈরী হয়েছে।চুক্তির পর থেকে চট্টগ্রামবাসী যেভাবে প্রতিক্রিয়া দেখাচ্ছে তাতে প্রমাণ হয় রেলওয়ের সাথে ইউনাইটেডের চুক্তি সম্পূর্নই অনৈতিক।সরকারকে চট্টগ্রামবাসীর মতামতকে লক্ষ্য করতে হবে।না হয় এই ধারণাই জনমনে তৈরী হবে যে সরকার আর মাফিয়া ইউনাইটেডের মধ্যে জনগণের সম্পদ লুন্ঠনের ঐক্য তৈরী হয়েছে।”-সিআরবি রক্ষা মঞ্চ’র ধারাবাহিক কর্মসূচীর অংশ হিসেবে আজ বিকেল ৪টায় শুভপুর বাসস্ট্যান্ডের সামনে এক পথ সমাবেশে বক্তাগণ এই কথাগুলো বলেন।সিআরবি রক্ষা মঞ্চ’র আহ্বায়ক ডাঃ মাহফুজুর রহমানের সভাপতিত্বে বক্তব্য রাখেন,রক্ষা মঞ্চের কো সমন্বয়ক ও গণমুক্তি ইউনিয়নের চট্টগ্রাম জেলা আহবায়ক রাজামিয়া,কো সমন্বয়ক অধ্যাপক মোঃ আমির উদ্দিন,গণসংহতি আন্দোলন চট্টগ্রাম জেলা সমন্বয়ক হাসান মারুফ রুমি,জাতীয মুক্তি কাউন্সিল (পূর্ব-৩)সদস্য সচিব এডভোকেট আমীর আব্বাস,সাম্যবাদী আন্দোলন চট্টগ্রাম জেলা সমন্বয়ক অপু দাশগুপ্ত,বাংলাদেশের সমাজতান্ত্রিক দল (বাসদ)চট্টগ্রাম জেলা কমিটির সদস্য মহিনউদ্দিন,বাংলাদেশের সমাজতান্ত্রিক দল- (মার্কসবাদী) জাহেদুন্নবী কনক,গণ অধিকার চর্চা কেন্দ্র চট্টগ্রাম’র সাধারণ সম্পাদক মসিউর রহমান খান,বিপ্লবী তারেকেশ্বর দস্তিদার স্মৃতি পরিষদের সিঞ্চন কুমার ভৌমিক, হাজী গোলাম মহিউদ্দিন, সাজ্জাদ হোসেন জাফর প্রমূখ।
সমাবেশ শেষে একটি বিক্ষোভ মিছিল নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে সিআরবিতে এসে শেষ হয়।

Sharing is caring!

Related Articles

Back to top button