গান, কবিতা, আবৃত্তি, জাদু আর কথামালায় সিআরবিতে হাসপাতাল নির্মাণের বিরুদ্ধে প্রতিবাদ

নাগরিক সমাজ, চট্টগ্রাম

 

গান, কবিতা, আবৃত্তি, জাদু আর কথামালায় গতকাল নাগরিক সমাজ, চট্টগ্রামের প্রতিবাদী সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে কাল চট্টগ্রামের মানুষ সিআরবিতে হাসপাতাল নির্মাণের বিপক্ষে অবস্থান নিয়েছে। তারা বলেছেন, মুক্তিযুদ্ধের চেতনার কোনো বয়স নেই। এদেশের মাটিতে লক্ষ মুক্তিযোদ্ধারা ঘুমিয়ে আছেন। তাই এ মাটি এত প্রতিবাদী। মুক্তিযোদ্ধাদের রক্ত বৃথা যেতে পারে না। হাসপাতালের নামে ব্যবসা প্রতিষ্ঠান বানানোর চেষ্টা যারা করছেন তারা ভুল করছেন। শহীদের রক্তে রঞ্জিত মাটি নিয়ে যারা ব্যবসা করতে চান, তারা বাংলাদেশের চেতনার বিরুদ্ধে অবস্থান করছেন। নাগরিক সমাজ, চট্টগ্রামের উদ্যোগে সিআরবি রক্ষার্থে বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক পেশাজীবী সংগঠক গতকাল আয়োজিত অনুষ্ঠানে এ অভিমত ব্যক্ত করেন। বক্তাগণ বলেন, পানি ঘোলা করছে রেল কর্তৃপক্ষ। তারা বলছে গোয়ালপাড়ায় হাসপাতাল হচ্ছে। আসলে শহীদ আবদুর রব কলোনি ভেঙে হাসপাতাল হচ্ছে। অর্বাচীন আমলারা ভুল বুঝিয়ে প্রধানমন্ত্রীর দৃষ্টি অন্যদিকে নিতে চাচ্ছেন। এই শহীদ আবদুর রব কলোনিতে আরও শহীদদের কবরসহ নানা স্মৃতির উপর হাসপাতাল করতে দেয়া যাবে না। রেল কারো বাবার সম্পত্তি না। এ সিন্ডিকেটের বিরুদ্ধে আন্দোলন আরো জোরদার করতে হবে। যতদিন প্রকল্প বাতিলের ঘোষণা না হবে ততদিন আন্দোলন চালিয়ে যাবো। আশাকরি মুক্তিযুদ্ধের পক্ষের সরকার যথাযথ ব্যবস্থা নিয়ে হাসপাতাল প্রকল্প সিআরবি থেকে সরিয়ে নিবেন। প্রধানমন্ত্রী চট্টগ্রাম নিয়ে ভাবেন। নিশ্চয় উনার কাছে এতদিনে এ বার্তা পৌঁছে গেছে। আশা করি তিনি সঠিক সিদ্ধান্ত দিবেন।
অবস্থান কর্মসূচিতে বক্তব্য রাখেন নাগরিক সমাজ, চট্টগ্রামের সদস্য সচিব এডভোকেট ইব্রাহিম হোসেন চৌধুরী বাবুল, মুক্তিযুদ্ধ গবেষক ও মুক্তিযোদ্ধা ডা. মাহফুজুর রহমান, মহানগর ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক মোহাম্মদ সালাহউদ্দিন, চিটাগং কালেক্টরস ক্লাবের সভাপতি সংস্কৃতি সংগঠক প্রবাল দে, সদরঘাট স্বেচ্ছাসেবক লীগ নেতা বেল্লাল হীরা প্রমুখ।
সাংবাদিক ঋত্বিক নয়নের সঞ্চালনায় অনুষ্ঠানে সংহতি প্রকাশ করেন, রাজনীতিক ও সংস্কৃতি সংগঠক মফিজুর রহমান, মুক্তিযোদ্ধা মো. ইউনুচ, পরিবেশ বিজ্ঞানী প্রফেসর ড. ইদ্রিস আলী, চট্টগ্রাম জেলা আইনজীবি সমিতির সাধারণ সম্পাদক এএইচএম জিয়াউদ্দিন, প্রফেসর হোসাইন কবির, জ্যেষ্ঠ সাংবাদিক, নাট্যজন প্রদীপ দেওয়ানজী, আবৃত্তি শিল্পী রাশেদ হাসান, বিএফইউজের যুগ্ম মহাসচিব মহসীন কাজী, সাংবাদিক নেতা ও কবি নাজমউদ্দিন শ্যামল, বাংলাদেশ দোকান মালিক সমিতির সিনিয়র সহ সভাপতি হাজী সাহাব উদ্দিন, জাসদ নেতা মিঠুল দাশগুপ্ত, আওয়ামীলীগ নেতা হাসান মনসুর, নারী নেত্রী ফারহানা আফরোজ আলম জেনিফা,হাসিনা আক্তার টুনু,সাহেলা আবেদীন রিমা, আবৃত্তি শিল্পী প্রণব চৌধুরী, যুবনেতা জয় ম্যাক্স, ছাত্রলীগ নেতা মাহমুদুল করিম, মায়মুন উদ্দীণ মামুন, হারুন অর রশীদ হৃদয়, তানভীর হোনে, এডভোকেট রাশেদুল ইসলাম, এডভোকেট কামরুল আজম চৌধুরী টিপু, সংস্কৃতি সংগঠক সালমা মিলি, জিয়াউল হক ইমন, সাংবাদিক কামাল পারভেজ, সাজ্জাদ হোসেন জাহিদ প্রমুখ।
সঙ্গীত পরিবেশন করেন, স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের শিল্পী সুজিত রায়, উদীচী, চট্টগ্রামের সাধারণ সম্পাদিকা অধ্যাপিকা শীলা দাশগুপ্তা, চট্টগ্রাম মঞ্চ সঙ্গীত শিল্পী সংস্থার সভাপতি শিল্পী আলাউদ্দিন তাহের, কামরুল আজম চৌধুরী টিপু এবং নজরুল একাডেমি, চট্টগ্রামের শিল্পী ফরিদা করিম।
জাদু প্রদর্শন করেন, শিল্পী রাজীব বসাক, আবৃত্তি পরিবেশন করেন বাচিক শিল্পী হীরন্ময় বড়–য়া, সাফাহ মারোয়া এবং শাহানাজ ঝুমু।

Sharing is caring!

Related Articles

Back to top button