‘সিআরবি বাঁচাও,চট্টগ্রাম বাঁচাও’ -স্লাোগানে সিআরবি রক্ষা মঞ্চের বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত

 

‘সিআরবি বাঁচাও,চট্টগ্রাম বাঁচাও’ -স্লাোগানে সিআরবি রক্ষা মঞ্চের বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত

“সিআরবিতে হাসপাতাল করার সিদ্ধান্ত বাতিলের ঘোষণা না আসা পর্যন্ত আন্দোলন চলবে।এ আন্দোলন সিআরবি রক্ষার,চট্টগ্রাম রক্ষার।জনগণ সিআরবি ধ্বংস করার এ পরিকল্পনায় ক্ষোভে ফুঁসছে।ক্ষোভের বিস্ফোরণ ঘটার আগেই সিআরবিতে হাসপাতাল নির্মাণ থেকে সরে আসতে হবে।“

‘সিআরবি রক্ষা মঞ্চ’ এর বিক্ষো সমাবেশে আজ সিআরবি রক্ষা মঞ্চের সমন্বয়ক মুক্তিযুদ্ধ গবেষক ডাঃ মাহফুজুর রহমান এ কথা বলেন।সিআরবি রক্ষা মঞ্চের সমন্বয়ক বীর মুক্তিযোদ্ধা ও মুক্তিযুদ্ধ গবেষক ডাঃ মাহফুজুর রহমানের সভাপতিত্বে আজ বিকাল ৫ টায় সিআরবি সাতরাস্তার মোড়ে অনুষ্ঠিত বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন চমেক এর প্রাক্তন অধ্যক্ষ ও গবেষক ডাঃ ইমরান বিন ইউনুস,সিআরবি রক্ষা মঞ্চের সহসমন্বয়ক ও চট্টগ্রাম করদাতা সুরক্ষা পরিষদের সাধারণ সম্পাদক অধ্যাপক আমির উদ্দিন,মঞ্চের সহসমন্বয়ক গণমুক্তি ইউনিয়নের সভাপতি রাজা মিঞা,মঞ্চের সহসমন্বয়ক স্বপন মজুমদার,জাতীয় মুক্তি কাউন্সিলের সভাপতি এড ভুলন ভৌমিক,গণসংহতি আন্দোলনের সমন্বয়কারী হাসান মারুফ রুমী,বাংলাদেশের সাম্যবাদী আন্দোলন সমন্বয়ক অপুদাশগুপ্ত,বাসদ নেতা মহিনউদ্দিন,বাসদ(মার্কসবাদী) সদস্যসচিব শফি উদ্দিন কবির আবিদ,’উদ্বিগ্ন নাগরিকবৃন্দ এর জান্নাতুল ফেরদৌস পপি,নিপীড়ন বিরোধী আইনজীবি মঞ্চের যুগ্মআহবায়ক এড বিশুময় দেব,’জিয়া হায়দার ফাউন্ডেশনের মোস্তফা কামাল যাত্রা,প্যান্টোমাইম মুভমেন্টের সভাপতি রিজোয়ান রাজন, চট্টগ্রাম গণঅধিকার ফোরামের মহাসচিব এম.এ হাশেম রাজু, মাওলানা ভাসানী ফাউন্ডেশনের সভাপতি সিদ্দিকুল ইসলাম,বিপ্লবী তারকেশ্বর দস্তিদার স্মৃতি পরিষদের সহসভাপতি কৃষ্ণ শেখর দত্ত,ভাসানী অনুসারী পরিষদের সহসভাপতি অধ্যক্ষ মুসা শিকদার,মহানগর মহিলা আওয়ামীলীগের দপ্তর সম্পাদক হাসিনা আক্তার টুনু,,সেতু ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠান এর জাহিদা পারভীন,সৃজন সাংস্কৃতিক অঙ্গনের মুরাদ হোসেন, সিআরবি এলাকাবাসীর পক্ষে শান্তনু দাশ, সমাজকর্মী মাহবুব রানা,ইকো ফ্রেন্ডস এর সভাপতি উৎস কুমার আচার্য্য প্রমুখ।সমাবেশে উপস্থিত থেকে সংহতি জানান ‘যতদূর গলা যায়’ এর পক্ষে চবি শিক্ষক জিহান করিম,প্রাণ প্রকৃতি রক্ষা মঞ্চ, খেলাঘর মহানগর কমিটি, ভাসানী অনুসারী পরিষদের সাধারণ সম্পাদক কাশেম শরীফ,বিপ্লবী তারকেশ্বর দস্তিদার স্মৃতি পরিষদের সাধারণ সম্পাদক,প্রকৌশলী সিঞ্চন ভৌমিক শ্রমিক কৃষক ছাত্র জনতা ঐক্যের কামাল উদ্দিন,এসডিজি ইয়ুথ ফোরামের সভাপতি নোমান উল্লাহ বাহার,পাহাড়ী ছাত্র পরিষদের রোনাল চাকমা,ব্রাইট বাংলাদেশ ফোরাম,নাট্যকর্মী সেলিম আক্তার পিয়াল,সংস্কৃতিকর্মী সাজ্জাদ হোসেন জাফর,চবি ছাত্র ইমন সৈয়দ।
সভা থেকে আগামীকাল ৭ আগস্ট,বিকাল ৪ টায় সিআরবিতে অবস্থান কর্মসূচী এবং ৮ আগস্ট বিকাল ৪ টায় ইউনাইটেডকে লাল কার্ড প্রদর্শনী কর্মসূচী সফল করার আহবান জানানো হয়।

সংবাদ বিজ্ঞপ্তি

Sharing is caring!

Related Articles

Back to top button