
সম্পাদকীয়
কোন সেই কৌটিল্য প্রধানমন্ত্রী’র “মাদার অফ আর্থ”পুরস্কারকে প্রশ্নবিদ্ধ করতে চায়?
সি, আর, বি রক্ষা আন্দোলন যারা করছেন, তারা উন্নত মানবসত্তা l কারন অন্যান্য প্রাণী জগতের সাথে আমরা সত্তা শব্দটি ব্যবহার করি না l মানুষ হওয়ার পুর্ব শর্ত হচ্ছে আপনার প্রকৃতি রক্ষা করার ক্ষমতা আছে l আর আপনি যদি এই ক্ষমতা ব্যবহার না করেন – তাহলে অন্যান্য প্রাণীকুলের মতই আপনার অবস্থান l প্রকৃতি তার স্বার্থেই মানুষকে এভাবে তৈরি করেছেন l আর বর্তমান সমাজ আপনাকে লোভী ও অন্ধ ও অন্য থেকে বেশি উপার্জনের প্রতিযোগিতায় ফেলে তাই একটা শ্রেণী শুধু তার অবস্থান কে মুনাফার চাকায় বেঁধে রাখে l তাদের জন্য দরকার ল এন্ড অর্ডার l সি আর বি আন্দোলনের অর্থনীতি হিসাব করলে দেখা যাবে যতদিন এই আন্দোলন জারি থাকবে দৈনিক এক লক্ষ টাকা খরচ হচ্ছে l এই ক্ষতিপূরণও এই বেনিয়া থেকে নিতে হবে l পৃথিবীর অনেক বড় বড় যুদ্ধে আমরা দেখেছি পরাজিত বাহিনীকে বিশাল অংকের জরিমানা দিতে হয় l এই আন্দোলনের নেতৃত্ব দানকারী সংগঠনকে পরবর্তীতে এই ক্ষতিপূরণ নিয়েও ভাবতে হবে l
সারা পৃথিবী যেখানে প্রাণ ও পরিবেশ নিয়ে কঠোর অবস্থানে আছে সেখানে আমরা এই সামান্য সচেতনতা বুঝাতে প্রায় দু মাস অতিবাহিত করলাম l কেউ কেউ বলছেন উপর-মহল এখনো শুনেননি l প্রধানমন্ত্রী পর্যন্ত এখনো যায়নি l
প্রধানমন্ত্রীকে কারা লক্ষিন্দরের মতো সুরক্ষা ঘরে বেঁধে রেখেছেন l কাদের অন্তর্জাল ভেংগে আমাদের জননেত্রী শেখ হাসিনার কাছে যেতে হবে l এই সব প্রশ্ন এখন গুরুত্বপূর্ণ l যিনি পরিবেশ রক্ষার জন্য মাদার অব আর্থ পুরস্কার পেয়েছেন l কোন সেই কুটিল্য এই পুরস্কার কে প্রশ্নবিদ্ধ করতে চায় ? জানতে এবং জননেত্রী কে জানাতে,
সরাসরি ঢাকা অভিমুখে লংমার্চ করার প্রয়োজনীয়তার বিষয়টি চট্রগ্রামের সচেতন নাগরিক সমাজ ভাবতে পারে l
সি ,আর ,বি রক্ষায় আন্দোলন সফল হোক l