
পদ্মায় বরযাত্রীবাহী নৌকায় বজ্রপাত, ১৬ জন নিহত
চাঁপাইনবাবগঞ্জের পাকা নারায়ণপুরে বরযাত্রীবাহী নৌকায় বজ্রপাতে ১৪ জন নিহত
আজ বুধবার দুপুরে পদ্মা নদীতে এই দুর্ঘটনা ঘটে বলে গণমাধ্যমকে জানিয়েছেন শিবগঞ্জ উপজেলা প্রকল্প কর্মকর্তা আরিফুল ইসলাম।
প্রকল্প কর্মকর্তা বলেন, ‘বরযাত্রীবাহী নৌকাটি সদর উপজেলার নারায়ণপুর থেকে শিবগঞ্জের পাকা এলাকায় যাচ্ছিল। নদীর মধ্যেই নৌকাটিতে বজ্রপাত হয়। এতে ঘটনাস্থলেই অনেকেই মারা যান।’
১৪ জনের লাশ নিশ্চিত করা হয়েছে। এ সংখ্যা আরও বাড়তে পারে বলে জানান প্রকল্প কর্মকর্তা।
গ্রীন নিউজ