
নাগরিক সমাজের সাথে সি,ডি,এ চেয়ারম্যানের বৈঠক
আজ নাগরিক সমাজ কমিটি সি ডি এ র চেয়ারম্যান ও কর্মকতাদের সাথে বসেন l
সদস্য সচিব বীর মুক্তিযোদ্ধা ইব্রাহীম হোসেন চৌধুরী বাবুল অত্যন্ত বিচক্ষন ও আইন যুক্তি ও সরকারী অর্ডিন্যান্স এ ধারা মতে তা ব্যাখ্যা করেন l
এই যুক্তি ও তথ্যের সাথে সি ডি এ চেয়ারম্যান ও নগর পরিকল্পনা বিদ সহমত পোষন করেন l
নাগরিক সমাজের সভাপতি ড: অনুপমসেন বলেন – সি আর বি এর প্রাকৃতিক জীব বৈচিত্র রক্ষার জন্য আমাদের লড়তে হচ্ছে এটি সভ্য নাগরিক হিসাবে লজ্জার l
এটি শিখবার জন্য উন্নত বিশ্বে যাবার দরকার নেই – কলকাতা শহর ঘুরে আসলেও যথেষ্ট কান্ডজ্ঞান হবে l
আমরা কারা এতো লোভের চোখে এই সমাজকে দেখছি l তিনি বলেন ১৯৬২ সাল থেকে এই শহরকে দেখছি – কতো বড় বড় শাল গাছ ছিল আজ তার কিছুই নেই l পরীর পাহাড় ( কোট বিল্ডিং ) থেকে কর্ণফুলীনদী দেখা যেতো l বাটালি হিলে গেলে বন্দর দেখা যেতো এখন বড় বড় দালানে সব ঢাকা পড়ে গেছে l
এই শহরের শেষ সম্বল সি আর বি – ছোট ছোট ঘরে যারা থাকে তাদের পরিবার নিয়ে যখন বিকালে এই সি আর বি তে যায় তখন তার বাচ্চাদের মনটা অনেক বড় হয়ে যায় – গরীবের এই আনন্দটুকুও কারা কেড়ে নিতে চায় –
এই আন্দোলন থেকে আমাদের তাদের শিক্ষা দিতে হবে – এবং শিক্ষা নিতে হবে এবং শিক্ষা রেখে যেতে হবে আগামী প্রজম্মের জন্য l