‘সিআরবি’ সংরক্ষণ চেয়ে আদালতে মামলা অ্যাডভোকেট কাজী ছানোয়ার আহমেদ লাভলুর

 

‘সিআরবি’ রক্ষায় বিভিন্ন শ্রেণি-পেশাজীবীদের সাথে এবার এ লড়াইয়ে যুক্ত হলেন চট্টগ্রাম আদালতের সিনিয়র আইনজীবী অ্যাডভোকেট কাজী ছানোয়ার আহমেদ লাভলু। তিনি বাদি হয়ে চট্টগ্রাম আদালতে আবেদন করেছেন। আদালত তার আবেদন গ্রহণ করে বিবাদিদের আত্মপক্ষ সমর্থন করার জন্য সমন জারি করেছেন।

সোমবার (১৯ জুলাই) মহানগর সিনিয়র সহকারী জজ রুবাইয়াত ফেরদৌসের আদালতে মামলা দায়ের করেছেন বলে জানান কাজী ছানোয়ার আহমেদ লাভলু।

মামলায় মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের সচিব, রেলওয়ের জিএম ও স্টেট অফিসার, চট্টগ্রাম নগর পুলিশের কমিশনার, জেলা প্রশাসক, পরিবেশ অধিদপ্তরের পরিচালক, চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ, চসিক ও ওয়াসার সচিব, বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের প্রধান প্রকৌশলী, স্বাস্থ্য বিভাগের পরিচালক, চট্টগ্রাম প্রেস ক্লাব ও সাংবাদিক ইউনিয়নের সভাপতি, সাধারণ সম্পাদক, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপ-পরিচালককে বিবাদি করা হয়েছে।

অ্যাডভোকেট কাজী ছানোয়ার আহমেদ লাভলু বলেন, আমি যে আইনে মামলা করেছি, সেই আইনে যে কেউ চাইলে মামলার পক্ষ কিংবা বিপক্ষ হতে পারবে। আদালত আমার আবেদন গ্রহণ করেছেন। আইন অনুযায়ী সমন জারি হবে। আমি যে ১৬ জনকে বিবাদি করেছি, উনারা আদালতে এসে কার কী ভূমিকা তা ব্যাখা করবেন।

তিনি আরও বলেন, ‘সিআরবি’ এলাকা মহান মুক্তিযুদ্ধের স্মৃতি বিজড়িত স্থান। এখানে যাতে কোনো স্থাপনা নির্মাণ না হয়, সেজন্য আমি একজন সচেতন নাগরিক হিসেবে মামলা দায়ের করেছি।

 

 

 

Sharing is caring!

Related Articles

Back to top button