
বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা) চট্টগ্রাম চ্যাপ্টারের উদ্যোগে মানববন্ধন
সিআরবি রক্ষা আন্দোলনের সাথে একাত্মতা
বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা) চট্টগ্রাম চ্যাপ্টারের উদ্যোগে সিআরবি রক্ষা আন্দোলনের সাথে একাত্মতা প্রকাশ করে এক প্রতিবাদী মানববন্ধন এর আয়োজন করে। অনুষ্ঠানে বক্তব্য রাখেন প্রফেসর ডঃ মোঃ মনজুরুল কিবরীয়া, নারীনেত্রী জেসমিন সুলতানা পারু, পরিবেশ সংগঠক মোহাম্মদ বখতিয়ার, চবি শিক্ষক মো. ইকবাল সারোয়ার, শিল্পী শাহরিয়ার খালেদ, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাবেক সভাপতি এবং চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশনের প্রচার ও প্রকাশনা সম্পাদক মোঃ শাহজাহান চৌধুরীসহ প্রমুখ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় আইন অনুষদের ডিন এবং বাপা চট্টগ্রামের সাধারণ সম্পাদক প্রফেসর এ বি এম আবু নোমান।