
সি আর বি রক্ষায় শিশু কিশোর মেলার উদ্যোগে সাইকেল র্্যলী
জনগণের সম্পদ চট্টগ্রামের “ফুসফুস” খ্যাত সিআরবি এলাকায় বেসরকারি ইউনাইটেড হাসপাতাল, কলেজসহ নানা বাণিজ্যিক স্থাপনা নির্মানের বিরুদ্ধে সাইকেল র্্যালি অনুষ্ঠিত হয়।
আজ সকাল ১১ টায় শিশু কিশোর মেলার উদ্যোগে “চট্টগ্রামের ফুসফুস খ্যাত সিআরবি এলাকায় বেসরকারি ইউনাইটেড হাসপাতাল, কলেজসহ নানা বাণিজ্যিক স্থাপনা নির্মাণেরর বিরুদ্ধে” সিআরবির সাত রাস্তার মোড় থেকে সাইকেল র্্যালি অনুষ্ঠিত হয়। শহরের বিভিন্ন মোড়ে শিশু কিশোর মেলার সংগঠকরা বক্তব্য রাখেন।