
বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা) চট্টগ্রাম চ্যাপ্টার এক্সিকিউটিভ কমিটির সাধারণ সভা অনুষ্ঠিত
বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা) চট্টগ্রাম চ্যাপ্টার এক্সিকিউটিভ কমিটির এক সাধারণ সভা আজ (১৬ জুলাই ২০২১) জুম প্লাটফর্মে ইস্ট ডেল্টা ইউনিভার্সিটির ভাইস চ্যান্সেলর প্রফেসর সিকান্দার খান এর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। সভায় উপস্থিত ছিলেন প্রফেসর ডঃ শফিক হায়দার চৌধুরী, স্থপতি জেরিনা হোসেন, স্থপতি বিধান বড়ুয়া, প্রফেসর ডঃ মোঃ মনজুরুল কিবরীয়া, পরিবেশ সংগঠক মোহাম্মদ বখতিয়ার, নারীনেত্রী জেসমিন সুলতানা পারুসহ প্রমুখ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় আইন অনুষদের ডিন প্রফেসর এ বি এম আবু নোমান।