লোকালয়ে মিলল বিশাল আকৃতির অজগর

মাদারগঞ্জের লোকালয়ে ধরা পড়ে অজগর সাপ
জামালপুরের মাদারগঞ্জ উপজেলার বালিজুড়ি ইউনিয়নের তারতাপাড়া নতুন বাজার এলাকায় মঙ্গলবার ভোরে কৃষক মুসলিম উদ্দিনের সুপারি বাগানের ঘের দেয়া জালে আটকা পড়ে প্রায় ১০ ফুট লম্বা একটি অজগর। কোথায় থেকে অজগরটি এসেছে তা জানা সম্ভব হয়নি। এই প্রথম মাদারগঞ্জে অজগর এর দেখা পাওয়া গেলো। শত বছরেও এই অঞ্চলে অজগর উদ্ধারের কোন ইতিহাস নেই। জীবিত অজগরটি দেখতে শত শত উৎসুক জনতা ভিড় করছে এই এলাকায়।
তারপর মাদারগঞ্জ থানা পুলিশ সাপটিকে উপজেলার তারতাপাড়া গ্রাম থেকে উদ্ধার করে থানায় নিয়ে আসে। অবশেষে ১০ ফুট লম্বা এই অজগরটির স্থান হলো বন বিভাগের খাঁচায়। গত মঙ্গলবার বিকালে শেরপুর বন বিভাগের রেঞ্জের প্রধান মোহাম্মদ আব্দুল্লাহ এর নেতৃত্বে একটি দল অজগর সাপটিকে উদ্ধার করে শেরপুর নিয়ে যায়। শেরপুর বন বিভাগের রেঞ্জের প্রধান মোহাম্মদ আব্দুল্লাহ জানান, এই লোকালয়ে অজগরটি থাকার কথা নয়। বন্যার সময় ভারতের আসাম থেকে এখানে আসতে পারে। কোন ঝোপঝাড়ে লুকিয়ে থাকা অভুক্ত এই অজগরটি খাদ্যের সন্ধানে লোকালয়ে আসতে পারে।

Sharing is caring!

Related Articles

Back to top button