
খাগড়াছড়িতে কৃষকের মাঝে বীজ ও সার বিতরণ
খাগড়াছড়িতে উপজেলা কৃষি অফিস প্রান্তিক চাষিদের মাঝে বীজ ও সার বিতরণ করছেন। গত ১২ জুলাই ১১০ জন কৃষকের মধ্যে এসব বীজ ও সার বিতরণ করা হয় সদর উপজেলা কৃষি অফিসে।
খাগড়াছড়ি কৃষি অফিস সূত্রে জানা যায়, আমন ধানের উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণ করা হয়। খাগড়াছড়ি সদর উপজেলা কৃষি কর্মকর্তা মুক্তা চাকমা জানান, উপজেলার ১১০ জন কৃষককে হাইব্রীড ও উর্বশী ধানের জাতে আমনের বীজ বিতরণ করা হয়। এদের মধ্যে ১০ জন কৃষককে হাইব্রীড ধানের এবং ১শ জনকে উর্বশী জাতের ধানের বীজ দেয়া হয়। প্রতিজন কৃষককে ১০ কেজি এমওপি ও ২০ কেজি ডিএপি সার বিনামূল্যে দেয়া হয়।
এ সময় উপস্থিত ছিলেন খাগড়াছড়ি কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক মুর্ত্তজা আলী, খাগড়াছড়ি সদর উপজেলার চেয়ারম্যান শানে আলম।