সি, আর, বি ‘তে প্রাইভেট মেডিকেল কলেজ : চট্রগ্রাম বাসীর নি:শ্বাস বন্ধ করে দেয়ার ইংগিত l

সম্প্রতি চট্রগ্রামে বাংলাদেশ রেলওয়ে পুর্বাঞ্চলের কেন্দ্রিয় অফিস সি আর বি তে একটা সাইনবোর্ড বসিয়েছে ইউনাইটেড হসপিটাল ও মেডিকেল কলেজ l
এই রকম একটি সিদ্বান্ত চট্রগ্রামবাসীর জন্য একটি ভয়াবহ ব্যাপার l অক্সিজেন ভান্ডার হিসাবে খ্যাত সি আর বি তে আছে শত বছরের হাজার গাছ l সেখানে এই গাছকে ঘিরে তৈরি হয়েছে প্রাণ বৈচিত্র l প্রতিদিন বিকালে মানুষ একটু নি:শ্বাস নিতে এখানে বিস্তৃত জায়গায় ছড়িয়ে পড়ে l এই সি আর বি তে একটি হাসপাতাল আছে যা জরাজীর্ণ ও অব্যবস্থাপনায় মুখ থুবড়ে পড়ে আছে l সেই হাসপালাতের কোনো উন্নয়ন না করে – বানিজ্যিক ভিত্তিতে মেডিকেল কলেজ ও হাসপাতাল এ হচ্ছে মুনাফাখোর দের ষড়যন্ত্র l চট্রগ্রাম মেডিকেল কলেজেও আরো ৫০০ শয্যায় উন্নত করার যথেষ্ট জায়গা ও সুযোগ আছে l সেই সব কিছু না করে কিছু কতিপয় মুনাফাখোর ও অসাধু কর্মকর্তার কারসাজিতে এই জায়গাটি বানিজ্যিক করার চেষ্টা চলছে l
অনতিবিলম্বে চট্রগ্রামবাসী সোচ্চার না হলে এই জায়গা বেহাত হয়ে যাওয়ার সম্ভাবনা আছে l

রিপোর্ট: গ্রীন নিউজ

 

 

 

Sharing is caring!

Related Articles

Back to top button