
এগিয়ে আসছে বছরের প্রথম মৌসুমী বৃষ্টি বলয়
এগিয়ে আসছে দেশের দিকে বছরের প্রথম মৌসুমি বর্ষন বলয় রিমঝিম।এটি একটি শক্তিশালী মৌসুমি বর্ষন বলয়।সম্ভাব্য সময়সূচি : ২৬ শে জুন থেকে ৮ ই জুলাই পর্যন্ত, পর্যায়ক্রমে এক এক সময়ে দেশের সকল এলাকায়।সবচেয়ে বেশি আক্রান্ত : রংপুর ও সিলেট বিভাগের উত্তর অংশ ও মধ্য ও দক্ষিণ চট্টগ্রাম বিভাগ ও দেশের উপকূলীয় এলাকা।সবচেয়ে কম আক্রান্ত : খুলনা, রাজশাহী বিভাগের অনেক এলাকা।