
আজকের আবহাওয়া
দেশের দক্ষিণাঞ্চল তথা খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের বেশকিছু স্থানসহ রাজশাহী ও ঢাকা বিভাগের কিছু স্থানে এবং দেশের অন্যত্র অল্প কিছু স্থানে আকস্মিক বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সেই সাথে দেশের উপকূলীয় এলাকাসমূহের কোথাও কোথাও ভারি বর্ষণের সম্ভাবনাও রয়েছে। স্থল লঘুচাপ ও সক্রিয় মৌসুমী অক্ষরেখার প্রভাবে আপাতত দেশের দক্ষিণে অধিক বৃষ্টিপাত হলেও উত্তরে তেমন কোন বৃষ্টির দেখা মিলছেনা। তবে আগামি ২৪/২৫ তারিখ থেকে মাসের বাকি সময়টুকুতে দেশের উত্তরাঞ্চলেও বেশ ভালো বৃষ্টির সম্ভাবনা দেখা যাচ্ছে।
@BWOT