দেশের দিকে এগিয়ে আসছে বৃষ্টি বলয় রিমঝিম

ধেঁয়ে আসছে দেশের দিকে শক্তিশালী বর্ষন বলয় রিমঝিম।
এটি একটি পূর্ণাঙ্গ মৌসুমি বর্ষন বলয়।

বর্ষন বলয় রিমঝিম নাম শুনে চট্টগ্রাম এর বৃষ্টিপ্রেমিরা এতক্ষণ বুঝে গেছেন যে এবার হয়তোবা চট্টগ্রাম ভারিবৃষ্টি পেতেপারে।

কারণ আর কোন বৃষ্টিবলয়ে চট্টগ্রাম বৃষ্টিপাত হোক আর না হোক অন্তত বৃষ্টিবলয় রিমঝিমে চট্টগ্রাম ভালোই বৃষ্টিপাত হয়।

বৃষ্টি/বর্ষন বলয় রিমঝিম ( m) ১৮ ই জুন হতে ২৯ শে জুন পর্যন্ত। পর্যায়ক্রমে ভিন্ন ভিন্ন সময়ে দেশের সকল এলাকায়।

বৃষ্টিবলয় রিমঝিম কিন্তু একএক সময় দেশের এক এক স্থানে বেশি সক্রিয় থাকবে, সুতরাং বৃষ্টিবলয় রিমঝিম চলাকালীন সময়ের ভেতরে আপনার এলাকায় কিছুদিন বৃষ্টি বিরতি থাকবে।

যেহেতু এটি বৃষ্টি/বর্ষন বলয়, সুতরাং এতটানা বৃষ্টিপাত হবার সম্ভাবনা বেশি, আর কোন এলাকায় বৃষ্টিপাত বন্ধ থাকলেও আকাশ কিন্তু মেঘলা থাকবে, সুতরাং চলতি মাসে দেশের বেশিরভাগ এলাকায় একটানা রোদের সম্ভাবনা নেই।

রিমঝিম প্রথমে চট্টগ্রাম বিভাগে বেশি সক্রিয় থাকবে, এরপর বরিশাল, খুলনা বিভাগে, তারপর রাজশাহী, ঢাকা বিভাগে, তারপর রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগে, তবে প্রতিদিন সবগুলো বিভাগেই কমবেশি বৃষ্টিপাত হতে থাকবে।

রিমঝিমে সবচেয়ে বেশি বৃষ্টিপাত হবে চট্টগ্রাম বিভাগে, ( কক্সবাজার সবচেয়ে বেশি)
সবচেয়ে কম চট্টগ্রাম বিভাগের ব্রাম্মণবাড়িয়ায় ( ২০০ মিলিমিটার প্রায়)

তবে কিছু সমস্যা এর কারনে রিমঝিম চলাকালীন সময়ে দেশের কোন এলাকায় কত মিলিমিটার বৃষ্টি হতেপারে সেটা এখানে উল্লেখ করলাম না।

বিস্তারিত চিত্র সহ পোস্ট আসছে আগামীকাল রাতে ইনশাআল্লাহ্।

নোট : রিমঝিম চলাকালীন সময়ে বায়ুচাপের তারতম্যের আধিক্য বঙ্গপোসাগরে বিরাজমান থাকায় অধিকাংশ সময়ে সাগর উত্তাল থাকতেপারে, সুতরাং মাছধরা জেলেলা ঘরেই থাকুন।

নোট : প্রাকৃতিক কারনে এই পূর্বাভাস টি কিছুটা হেরফের হতেপারে।

 

সূত্র:পারভেজ আহমেদ পলাশ, আবহাওয়াবিদ

 

 

 

 

 

Sharing is caring!

Related Articles

Back to top button