পাহাড়ের নীচে গড়ে উঠা ৩৭০ অবৈধ স্থাপনা উচ্ছেদ

চট্টগ্রামের বিভিন্ন জায়গায় পাহাড়ের নীচে গড়ে উঠা অবৈধ স্থাপনা উচ্ছেদে পরিবেশ অধিদপ্তরের গত ৯ জুন এর সিদ্ধান্ত অনুসারে গতকাল সোমবার সকাল ১০ টা থেকে চারটা পর্যন্ত অভিযান চালিয়ে ৩৭০টি স্থাপনা উচ্ছেদ করে প্রশাসন। উচ্ছেদ অভিযানে জেলা প্রশাসনের 6 জন ম্যাজিস্ট্রেট অংশগ্রহণ করেন
বায়েজিদে-ফৌজদারহাট লিংক রোডে একদিনে এসব অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়।

মো. মুক্তার হোসেন বাবু, চট্টগ্রাম থেকে : চট্টগ্রামে পাহাড়ের নিচে অবৈধভাবে গড়ে ওঠা ৩৭০টি স্থাপনা উচ্ছেদ করেছে প্রশাসন। সোমবার সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত জেলা প্রশাসনের ৬জন নির্বাহী ম্যাজিস্ট্রেট অভিযান চালিয়ে

জেলা প্রশাসনের মিডিয়া সেলের তথ্য থেকে জানা যায় লিংক রোডের নগর অংশ, হাটহাজারী অংশ এবং সীতাকুণ্ড অংশে পৃথক তিনটি দলে ভাগ হয়ে এ অভিযান চালানো হয়। অভিযানে বায়েজিদ লিংক রোডের হাটহাজারী অংশে হাটহাজারী উপজেলার সহকারী কমিশনার (ভূমি) শরীফ উল্যাহ ও পতেঙ্গার সহকারী কমিশনার (ভূমি) এহসান মুরাদ ১৯০টি অবৈধ স্থাপনা উচ্ছেদ করেন। এছাড়া সীতাকুণ্ড অংশে সীতাকুণ্ডের সহকারী কমিশনার (ভূমি) মো. রাশেদুল ইসলাম ও সদর সার্কেলের সহকারী কমিশনার (ভূমি) মাসুমা জান্নাত ৭০টি অবৈধ স্থাপনা উচ্ছেদ করেন। অন্যদিকে লিংক রোডের মহানগর অংশে অভিযান পরিচালনা করেন চান্দগাঁও সার্কেলের সহকারী কমিশনার (ভূমি) মামনুন আহমেদ অনীক এবং কাট্টলী সার্কেলের সহকারী কমিশনার (ভূমি) মুহাম্মদ ইনামুল হাসান। অভিযানে তারা ১১০টি অবৈধ স্থাপনা উচ্ছেদ করেন।

Sharing is caring!

Related Articles

Back to top button