
আবহাওয়া বার্তা
খুলনা, বরিশাল বিভাগের অধিকাংশ জেলা বিশেষ করে উপকূল এবং চট্টগ্রাম বিভাগের কক্সবাজার, বান্দরবান, চট্টগ্রাম ও নোয়াখালী জেলা ও তার পার্শ্ববর্তী এলাকায় আগামী ১৫-১৭ জুন পর্যায়ক্রমে মাঝাড়ি থেকে ভারী বৃষ্টি ও বর্ষণের সম্ভাবনা রয়েছে।
এসময়ে উপকূলীয় জেলাসমূহের কোথাও কোথাও ভারী থেকে অতিভারী বর্ষণও হতে পারে(*সকল এলাকায় নয়)। সবচেয়ে বেশি বৃষ্টিপাত মূলত কক্সবাজার জেলা এর পার্শ্ববর্তী এলাকায় হতে পারে।
এছাড়া পশ্চিমবঙ্গেরও অধিকাংশ এলাকায় মাঝারি থেকে ভারী বৃষ্টি ও বর্ষণের সম্ভাবনা রয়েছে এবং বিক্ষিপ্তভাবে ভারী থেকে অতিভারী বর্ষণও হতে পারে কিছু কিছু এলাকায়।
সুতরাং মৌসুমি বৃষ্টিবলয় ঊষার সবথেকে সক্রিয় পর্যায় সকলে উপভোগ করতে থাকুন।
তবে কক্সবাজার জেলা ও এর পার্শ্ববর্তী এলাকার পাহাড়ি অঞ্চলে পাহাড়ধ্বস এর ঝুঁকি থাকায় এসকল এলাকায় বসবাসরত সকলে অবশ্যই নিরাপদ আশ্রয়ে অবস্থান করবেন।
সকলকে ধন্যবাদ, ©BWOT
Bangladesh Weather Observation Team(NGO).
#আবহাওয়া_সংক্রান্ত_তথ্য