
বঙ্গোপসাগরে গভীর সঞ্চালনশীল মেঘমালা তৈরী হচ্ছে
সক্রিয় মৌসুমী বায়ু ও মৌসুমি সিস্টেমের প্রভাবে উত্তর বঙ্গোপসাগরে গভীর সঞ্চালনশীল মেঘমালা তৈরী হচ্ছে। যার ফলে উত্তর বঙ্গোপসাগর কিছুটা উত্তাল আছে। দেশের সকল সমুদ্রবন্দরকে ৩ নং স্থানীয় সতর্কসংকেত দেখাতে বলা হয়েছে। এর প্রভাবে আজও দেশের বিভিন্ন স্থানে থেমে থেমে বৃষ্টিপাত হতে পারে। এরকম পরিস্থিতিতে আবহাওয়া খুব দ্রুত পরিবর্তন হতে দেখা যায়। যেমন:- পরিষ্কার নীল আকাশ ও কড়া রোদের পর হঠাৎ করেই দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘন কালো মেঘ হয়ে মুষলধারে বৃষ্টি! এরপর আবারো আকাশ পরিষ্কার! মৌসুমী সিস্টেমটি পশ্চিমবঙ্গের উপকূল হয়ে পূর্ব ভারতের স্থলভাগে উঠে আসলে আগামিকাল থেকে দেশের সার্বিক বৃষ্টিপাত বৃৃ্দ্ধি পেতে পারে। যার ফলে ১৪ থেকে ১৭/১৮ তারিখের মধ্যে যেসকল স্থানে এখনো তেমন বৃষ্টি হয়নি সেখানেও বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে।
@BWOT 8:47am