
বজ্রপাতে ৪ মাসে মৃত্যু ১৭৭ জনের হটস্পট সিরাজগঞ্জ
গতকাল শুক্রবার ,সেভ দ্য সোসাইটি এন্ড থান্ডার স্টর্ম অ্যাওয়ারনেস ফোরামের প্রকাশিত তথ্য থেকে জানা যায়, ২০২১ সালের মার্চ থেকে জুন মাস পর্যন্ত চার মাসে ১৭৭ জনের প্রাণহানি ঘটেছে, আহত হয়েছেন ৪৭ জন, নিহতদের ১২৩ জনের মৃত্যু হয়েছে কৃষি কাজ করতে গিয়ে যা মোট মৃত্যুর ৬৯%, চলতি বছর বজ্রপাতে মৃত্যুর সংখ্যার মধ্যে পুরুষ ১৪৯ জন নারে ৪৭ জন ও শিশুর সংখ্যা জন এবং 6 জন কিশোর ও তিনজন কিশোরী হয়েছে। বজ্রপাতের হট স্পট হিসেবে এ বছর সিরাজগঞ্জকে চিহ্নিত করা হয়েছে, এ জেলায় চলতি বছর মেয়ের জুন মাসে ১৮ জন নিহত হয়েছে।