
বৃষ্টি বলয় ঊষার প্রভাব দেশজুড়ে
দেশজুড়ে বৃষ্টিবলয় ঊষার প্রভাবে দিনে ও রাতের যেকোন সময় থেমে থেমে দেশের বেশিরভাগ স্থানেই হালকা থেকে মাঝারি এবং কোথাও কোথাও ভারি বর্ষণ চলছিল যা আজও অব্যাহত থাকতে পারে। বর্তমানে রাজশাহী ও রংপুর বিভাগের বেশিরভাগ স্থানসহ ঢাকা ও খুলনা বিভাগের কিছু স্থানে বৃষ্টি চলছে। পরবর্তীতে চট্টগ্রাম বিভাগের কিছু স্থানসহ দেশের অবশিষ্ট অংশে বৃষ্টির সম্ভাবনা থাকছে। যদিও দেশের পশ্চিমের জেলাগুলোতে তুলনামূলক বেশি প্রভাব থাকতে পারে আজ। উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরে থাকা ঘূর্ণাবর্তটি পশ্চিমবঙ্গের সুন্দরবন উপকূলের নিকট স্থলভাগে অবস্থান করায় গুরুত্বহীন হয়ে পড়েছে। তবে এর প্রভাবে দেশজুড়ে বৃষ্টি চলমান আছে এবং সামনের দিনগুলোতে অর্থাৎ ১৩/১৪ তারিখ থেকে ১৭/১৮ তারিখের মধ্যে চট্টগ্রামসহ এখন অবধি কম বৃষ্টিপাত হওয়া এলাকাগুলোতে ভালো বৃষ্টির সম্ভাবনা এসময় চট্টগ্রাম বিভাগের দক্ষিণ অংশ তথা কক্সবাজার ও টেকনাফ উপকূলে সর্বাধিক প্রভাব থাকতে পারে।
@BWOT
#আবহাওয়া_সংক্রান্ত_তথ্য