প্রবাহমান খাল ভরাট করে চলছে আশ্রয়ন প্রকল্পের কাজ

আশ্রয়ন প্রকল্পের কাজ চলছে,
কুমিল্লার দেবিদ্বারের ভানী এলাকার একটি প্রবাহমান খাল ভরাট করে । খালটি ভরাট হলে খাল হলে ভানী, আছাদ নগর, খিরাইকান্দি, বখরিকান্দি, আন্দিরপাড়, মধ্যনগর, তেবারিয়াসহ প্রায় ২০ গ্রামের বাসিন্দা ও কৃষকেরা দুর্ভোগে পড়বেন। পানি সেচ ও নিষ্কাশনের একমাত্র ভরসা এই ভানী খাল। এটি ভরাট করায় পানির চলাচল বন্ধ হয়ে ফসলী জমিতে জলাবদ্ধতার আশঙ্কা বন্যা ও জলাবদ্ধতাসহ ফসলের জমি ক্ষতির আশংকা করছেন স্থানীয় এলাকার ২০ গ্রামের কৃষক ও বাসিন্দারা।

Sharing is caring!

Related Articles

Back to top button