ভারতের আন্তনদী সংযোগ প্রকল্পে এক কোটি ৩০ লাখ বাংলাদেশি জলবায়ু উদ্বাস্তু হবে: সুমন শামস

ভারতের আন্তনদী সংযোগ প্রকল্পে এক কোটি ৩০ লাখ বাংলাদেশি জলবায়ু উদ্বাস্তু হবে

ভারতের বহুল আলোচিত আন্তনদী সংযোগ প্রকল্পের কাজ শুরু হতে চলেছে। এই মেগা প্রজেক্টের আওতায় ৩০টি খাল খনন করে ১৪টি নদীর পানিপ্রবাহ নিয়ন্ত্রণের মাধ্যমে ৩৫ মিলিয়ন হেক্টর জমি সেচের আওতায় আনার কথা।

এ ছাড়া এ প্রকল্পের আওতায় ৩৫ হাজার মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন করা হবে। তবে প্রকল্পটি বাস্তবায়িত হলে ভারতের পশ্চিমবঙ্গ, বিহার ও আসাম এবং বাংলাদেশে এর ক্ষতিকর প্রভাব পড়বে বলে আশঙ্কা করা হচ্ছে।

অভিন্ন নদীতে পানিপ্রবাহ কমে গেলে বাংলাদেশের ১৭ শতাংশ ভূমি নোনা পানির গ্রাসে চলে যাবে। বাস্তচ্যুত হবে এক কোটি ৩০ লাখ মানুষ। ভূগর্ভের পানির স্তর নেমে যাবে। পৃথিবীর খ্যাতিমান গবেষকদের গবেষণায় এসব তথ্য উঠে এসেছে।
আন্তনদী সংযোগ প্রকল্পের আওতায় ১৫ হাজার কিলোমিটার দীর্ঘ ৩০টি সংযোগ খালের মাধ্যমে ভারতের প্রধান ১৪টি নদী থেকে পানি প্রত্যাহার করা হবে। প্রকল্পের অধীনে দুটি অঞ্চল রয়েছে; এর একটি হলো পেনিনসুলা। এর আওতায় দক্ষিণ ভারতের গোদাবারী, পেন্নার, কৃষ্ণা, কাবেরী ইত্যাদি নদীর মধ্যে সংযোগ স্থাপনে ১৬টি খাল কাটা হবে। আর দ্বিতীয় অংশের আওতায় হিমালয় অঞ্চলে গঙ্গা-ব্রহ্মপুত্র ও এদের শাখা নদীতে পানি ধরে রাখার জন্য কৃত্রিম সংরক্ষণাগার তৈরি করা হবে।
বাংলাদেশের ওপর নেতিবাচক প্রভাব পড়বে দ্বিতীয় অংশের নদীগুলোর সংযোগ স্থাপনে ১৪টি খাল কাটা হলে। বিশেষজ্ঞরা বলছেন, এর ফলে বাংলাদেশের প্রধান নদীগুলোতে পানিসংকট দেখা দেবে। কারণ বাংলাদেশের নদ-নদীগুলোর পানির ৬০ শতাংশ আসে গঙ্গা-ব্রহ্মপুত্র দিয়ে।

হিমালয় অংশে যে ১৪টি সংযোগ খাল কাটার পরিকল্পনা রয়েছে তার মধ্যে আছে কোসি-মেচাই, কোসি-ঘাগরা, গন্ধক-গঙ্গা, ঘাগরা-যমুনা, সারদা-যমুনা, যমুনা-রাজস্থান, রাজস্থান-সাবরমতি, শোন ড্যাম-দক্ষিণের পার্বত্য গঙ্গা (মানস-শংকোস-তিস্তা-গঙ্গা), ব্রহ্মপুত্র-গঙ্গা, ব্রহ্মপুত্র-গঙ্গা (তিস্তার একটি), ফারাক্কা-সুন্দরবন, গঙ্গা-দামোদর-সুবর্ণরেখা ও সুবর্ণরেখা-মহানন্দা।
বিশেষজ্ঞরা বলছেন, আন্তর্জাতিক নদ-নদী নিয়ে কোনো প্রকল্প বাস্তবায়ন করার আগে সংশ্লিষ্ট দেশগুলোর মধ্যে খোলামেলা আলোচনা হওয়া উচিত। ভারতের প্রখ্যাত পরিবেশবিদ ও গবেষক হিমাংশু ঠাক্কার এ বিষয়ে এক ই-মেইলের জবাবে কালের কণ্ঠকে বলেন, আন্তনদী সংযোগের প্রথম প্রকল্প কেন-বেতোয়া সংযোগটির কাজ এখনো শুরু হয়নি। এটিসহ বাকি ২৯টি প্রকল্পের কাজ শুরুর আগেই এর প্রভাব কী হতে পারে তার ওপর বিস্তারিত গবেষণা হওয়া উচিত। তিনি আরো বলেন, কেন-বেতোয়া সংযোগ খালটি চালু হলে যমুনায় পানিপ্রবাহ কমে যাবে; যার প্রভাব গঙ্গার ওপরও পড়বে। কিন্তু এ নিয়ে কোনো গবেষণা হয়নি।
পানি বিশেষজ্ঞ ও পানি উন্নয়ন বোর্ডের সাবেক মহাপরিচালক প্রকৌশলী ম. ইনামুল হক বলেন, তিস্তার ওপারে ভারতের গজলডোবায় বাঁধ নির্মাণ করে পানি প্রত্যাহার করা হচ্ছে। এতে উত্তরবঙ্গের নদীগুলো শুকিয়ে গেছে। সেখানে জলজ প্রাণ কমে গেছে।
দুই দেশের পরিবেশবাদীরাই আন্তনদী সংযোগ প্রকল্পের বিরোধিতা করছেন। কারণ বাংলাদেশ ছাড়াও আসাম, বিহার ও পশ্চিমবঙ্গ এর ফলে মারাত্মক ক্ষতিগ্রস্ত হবে।
ক্ষতির মুখে পড়বে বাংলাদেশ : আন্তনদী সংযোগ প্রকল্পটি নিয়ে অনেক বিশেষজ্ঞ দীর্ঘদিন গবেষণা করেছেন। যুক্তরাষ্ট্রের তিন গবেষক শ্যারন গুর্দজি কেরি নোলটন ও কোবি প্লাত ‘ইন্ডিয়ান ইন্টার-লিংকিং অব রিভার : এ প্রিলিমিনারি ইভোলিউশন’ শীর্ষক গবেষণায় দেখিয়েছেন, প্রকল্পটি বাস্তবায়িত হলে বাংলাদেশের সুন্দরবন তলিয়ে যাবে। এ ছাড়া ভূগর্ভের পানির স্তর অনেক নিচে নেমে যাবে।

গবেষক দলের প্রধান পরিবেশ প্রকৌশলের ওপর মিশিগান বিশ্ববিদ্যালয় থেকে পিএইচডি ডিগ্রি লাভ করা শ্যারন গুর্দজি বলেছেন, শুধু বাংলাদেশ নয়, খোদ ভারতের পশ্চিমবঙ্গ এই আন্তনদী সংযোগ প্রকল্পের কারণে ক্ষতিগ্রস্ত হবে।
‘ভূতাত্ত্বিক, পরিবেশগত ও আর্থসামাজিক দৃষ্টিকোণ থেকে ভারতের আন্তনদী সংযোগ প্রকল্প’ শীর্ষক আরেকটি গবেষণা করেন যুক্তরাষ্ট্রের লক হ্যাভেন বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. মো. খালেকুজ্জামান, অবার্ন বিশ্ববিদ্যালয়ের পুনিত শ্রীবাস্তব ও ইউনিভার্সিটি অব মিসিসিপি মেডিক্যাল সেন্টারের ফজলে এস ফারুক। তাঁদের গবেষণায় বলা হয়েছে, বাংলাদেশ ও পশ্চিমবঙ্গের ভূমি এত উর্বর হতো না, যদি না ওই এলাকা দিয়ে তিন শর মতো নদ-নদী প্রবাহিত হতো। প্রাকৃতিকভাবে নদ-নদীর পানি সাগরে গিয়ে মেশে। এতে সাগরের নোনা পানি ওপরের দিকে উঠে আসতে বাধা পায়। কিন্তু আন্তনদী সংযোগ প্রকল্প চালু হলে কলকাতা ও বাংলাদেশের নদীগুলোতে পানিপ্রবাহ কমে যাবে। এতে সাগরের নোনা পানি সহজেই ঢুকবে। গবেষকরা বলছেন, আন্তনদী সংযোগ প্রকল্প বাস্তবায়িত হলে বাংলাদেশের উপকূলীয় এলাকার এক কোটি ৩০ লাখ মানুষ ঘরবাড়ি হারাবে। ফারাক্কা বাঁধের আগে বাংলাদেশের নদ-নদীগুলো বছরে গড়ে আড়াই বিলিয়ন টন পলি সাগরে বয়ে নিয়ে যেত। এখন এটি কমে দাঁড়িয়েছে দেড় বিলিয়ন টনে। আন্তনদী সংযোগ প্রকল্প বাস্তবায়িত হলে এ পলির পরিমাণ আরো কমে যাবে। এতে সাগরের নোনা পানি আরো ওপরে উঠে আসবে। সুন্দরবন ধ্বংস হয়ে যাবে।
গবেষকরা বলছেন, জানুয়ারি থেকে এপ্রিল পর্যন্ত ব্রহ্মপুত্রে পানির গড় প্রবাহ প্রতি সেকেন্ডে এক লাখ ৭৬ হাজার ৫৫০ ঘনমিটার। ভারত আন্তনদী সংযোগ প্রকল্পের মাধ্যমে প্রতিবছর ১৭৩ বিলিয়ন ঘনমিটার পানি প্রত্যাহার করে নেবে। এতে শুষ্ক মৌসুম জানুয়ারি থেকে এপ্রিলে প্রতি সেকেন্ডে ব্রহ্মপুত্রে ১৭ হাজার ১৫৩ ঘনমিটার পানি অবশিষ্ট থাকবে। এতে বেশি ক্ষতিগ্রস্ত হবে বাংলাদেশ।
এসব গবেষণায় বলা হয়, ফারাক্কা বাঁধের মাধ্যমে গঙ্গার ৬০ শতাংশ পানি প্রত্যাহার করা হয়। এর ফলে গত ২৫ বছরে ভাটির দিকে ভূগর্ভের পানির স্তর বহু নিচে নেমে গেছে। ওই অঞ্চলের নদী শুকিয়ে গেছে। গঙ্গা উপত্যকার ১০২ ধরনের মাছ ও অন্যান্য প্রাণী নিশ্চিহ্ন, মাটির প্রাকৃতিক গুণাগুণ কমে গেছে, পানিবাহিত রোগের প্রকোপ বেড়েছে। এ ছাড়া যে পরিমাণ পলি গঙ্গা দিয়ে পদ্মা হয়ে বঙ্গোপসাগরে গিয়ে পড়ত তা অর্ধেকের বেশি কমে গেছে। এতে সুন্দরবনের লবণাক্ততা বেড়েছে। সাগর থেকে অন্তত ১০০ কিলোমিটার দূরের বাংলাদেশের নদীগুলোতেও লবণাক্ততা ছড়িয়ে পড়েছে। এতে কৃষির মারাত্মক ক্ষতি হয়েছে।
আন্তনদী সংযোগ প্রকল্প সম্পর্কে লক হ্যাভেন বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. মো. খালেকুজ্জামান কালের কণ্ঠকে বলেন, ‘আমাদের প্রবন্ধে যে আশঙ্কার কথা বলেছিলাম, বাস্তব চিত্র তার চেয়েও ভয়াবহ। আমরা বলেছিলাম, বাংলাদেশের সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বছরে পাঁচ-ছয় মিলিমিটার করে বাড়ছে। তবে সাম্প্রতিক তথ্য মতে, এই বৃদ্ধি কোথাও কোথাও প্রায় ২৩ মিলিমিটার। এতে সুন্দরবনসহ বাংলাদেশের উপকূলীয় অঞ্চল তলিয়ে যাবে।’ তিনি বলেন, ‘আন্তনদী সংযোগ প্রকল্প চালু হলে শুকনো মৌসুমে বাংলাদেশের প্রধান নদী ব্রহ্মপুত্র ও গঙ্গার (পদ্মা) পরিবেশ-প্রতিবেশ হুমকির মধ্যে পড়বে। মিঠা পানির প্রবাহ কমে গেলে নোনা পানি মেঘনা মোহনা দিয়ে দেশের অনেক গভীরে ঢুকে আমাদের কৃষি, সেচ, নৌ চলাচল, পানীয় জলসহ নানা সমস্যা আরো তীব্র করে তুলবে।’

লেখক : সুমন শামস, প্রতিষ্ঠাতা সভাপতি, নোঙর বাংলাদেশ
e-mail: shumanshams@yahoo.com

Sharing is caring!

Related Articles

Back to top button