সম্পাদকীয়

হারিয়ে যাওয়া সম্পদ উদ্ধার করতে – সব কিছুই আবার নতুন করে শুরু করতে হয় – তা আর হয়ে উঠে না – কিন্তু যদি মনে হয় তা উদ্ধার করা দরকার – সে চেষ্টা চালিয়ে যেতে হয় । উপরোক্ত আলোচনার প্রসঙ্গ হচ্ছে – বিশ্ব পরিবেশ দিবসে এবারের স্লোগান – বাস্তুতন্ত্রের উদ্ধারকাজ শুরু করা বা পুনরুদ্ধার ।
পৃথিবীজুড়ে আজ পরিবেশ রক্ষায় মানুষ মনোনিবেশ করলেও – আর্থ সামাজিক উন্নয়ন না হলে মানুষ এই সচেতনতা ধারণ করে না ।
আমরা দেখছি উন্নত বিশ্বের চেয়ে তৃতীয় বিশ্ব এই ব্যপারে চরম উদাসীন । জীবন যেখানে প্রতিদিন বিপন্ন সেখানে অন্যকিছু নিয়ে ভাবনার সময় নেই ।
তাই তৃতীয় বিশ্বের জনগণের জীবন যাত্রার মান উন্নয়ন ছাড়া বাস্তুতন্ত্র এখানে পুনরুদ্ধার করা যাবে না ।

Sharing is caring!

Related Articles

Back to top button