
বড়াল নদী রক্ষায় ১১ কিলোমিটার পদযাত্রা নাটোরে
নদীর সীমানা নির্ধারণ করে খননের মাধ্যমে নদীর স্বাভাবিক গতিপথ ফিরিয়ে আনা নদীর উপর নির্ভরশীল মানুষের জীবন-জীবিকা রক্ষার দাবিতে, “বড়াল বাঁচলে বাঁচবে মানুষ”স্লোগান নিয়ে বড়াল পাড়ের বাসিন্দা আরিফুর রহমান কনক এর আয়োজনে অর্ধশত তরুণ-তরুণী গতকাল ১ পদযাত্রায় অংশ নেয়,১১ কিলোমিটার পথ পায়ে হেঁটে পদযাত্রা কর্মসূচি পালনকালে তারা পথে ঘাটে সমাবেশ করে জনগণকে নদী রক্ষায় উদ্বুদ্ধ করেন। সমাবেশে বক্তারা বলেন নদীর নাব্যতা সংকট জীববৈচিত্র্য ধ্বংস এবং পরিবেশগত ক্ষতি হওয়ায় নদীর অববাহিকার উপর নির্ভরশীল জনগোষ্ঠী হুমকির মুখে পড়েছে। নদী খনন করে অপরিকল্পিত স্লুইসগেট অপসারণ এবং নদী দখলমুক্ত করার দাবি জানান বক্তারা।