চাঁদপুরে গণসংহতি আন্দোলনের বৃক্ষরোপণ কর্মসূচি

 

প্রাণ-প্রকৃতি রক্ষার রাজনীতিকে বিকশিত করার লক্ষ্যে এবং “১বছরে ১৬ কোটি বৃক্ষরোপন চাই” এই আহ্বানে সাড়া দিয়ে চাঁদপুরে বৃক্ষরোপণ শুরু করেছে গণসংহতি আন্দোলন চাঁদপুর জেলা শাখার নেতৃবৃন্দ। গতকাল ৪ জুন বিকেলে বৃক্ষরোপন কর্মসূচিতে উপস্থিত ছিলেন গণসংহতি আন্দোলন চাঁদপুর জেলার সমন্বয়ক শাকিল আহমেদ আপন, দলের সদস্য ইয়াছিন প্রধান সুমন, হান্নান প্রধান ও সুমনসহ নেতৃবৃন্দ।

শাকিল আহমেদ আপন চাঁদপুরসহ সারাদেশের মানুষকে চলতি বছরে অন্তত একটি গাছ লাগিয়ে ১৬ কোটি বৃক্ষরোপন কর্মসূচির সাথে সংহতি জানানোর দাবি করেন।

দলের অন্যতম সদস্য ইয়াসিন প্রধান বলেন আগামী দিনে প্রাণ প্রকৃতি রক্ষার রাজনীতিকে বিকশিত করতে না পারলে আমরা আমাদের দেশকে বসবাস যোগ্য করে তুলতে পারবো না। দেশে উন্নয়ন হচ্ছে, তবে এই উন্নয়ন মানুষের কথা, প্রকৃতির কথা ভাবছে না। প্রাণ- প্রকৃতিকে ধ্বংস করে উন্নয়ন আমরা চাই না।

উল্লেখ্য, “১বছরে ১৬ কোটি বৃক্ষরোপন চাই” এই শ্লোগানকে সামনে রেখে গত ৭ মে বাংলাদেশ ছাত্র ফেডারেশনের পক্ষ থেকে সোহরাওয়ার্দী উদ্যানের গাছকাটার প্রতিবাদে দেশব্যাপী সকলে মিলে ১৬ কোটি বৃক্ষরোপন করার ঘোষণা দেয়া হয়।

Sharing is caring!

Related Articles

Back to top button