
লাউয়াছড়া জাতীয় উদ্যানে বন্যপ্রাণী অবমুক্তকরণ ও বৃক্ষ রোপন
বৃহস্পতিবার (৩ জুন) বিকেলে সিলেট বিভাগের নবনিযুক্ত বিভাগীয় কমিশনার মোঃ খলিলুর রহমান মৌলভীবাজারের কমলগঞ্জে লাউয়াছড়া জাতীয় উদ্যান পরিদর্শন করেন।
“মুজিববর্ষের অঙ্গিকার দেশ হবে প্রাণী ও মানুষের সমতার” এ প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে বৃহস্পতিবার বিকেল সাড়ে ৫টায় সিলেট বিভাগীয় কমিশনার মো. খলিলুর রহমান লাউয়াছড়া জাতীয় উদ্যানে আসেন। তিনি উদ্যান এলাকা পরিদর্শন করে লাউয়াছড়া জাতীয় উদ্যানের ভেতরের বন বিশ্রামাগার এলাকায় ৫টি গন্ধগোকুল, ১টি অজগর সাপ ও ১টি তক্ষক অবমুক্ত করেন।
বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা মো. রেজাউল করিম চৌধুরীর সভাপতিত্বে বন্যপ্রাণী অবমুক্তকরণ ও বৃক্ষরোপণ অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মৌলভীবাজারের জেলা প্রশাসক মীর নাহিদ আহসান, শ্রীমঙ্গল উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. নজরুল ইসলাম, বাংলাদেশ বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনের চেয়ারম্যান সীতেশ রঞ্জন দেবসহ জেলা প্রশাসন ও বন বিভাগের কর্মকর্তারা।