সিলেটে বজ্রপাতে কিশোর নিহত: আহত ১

 

বৃহস্পতিবার (০৩ জুন) সন্ধ্যায় সিলেটের ওসমানীনগর উপজেলার মোক্তরপুর হাওর এলাকায় গরু আনতে গিয়ে বজ্রপাতে এক কিশোর নিহত হয়েছে, এতে নিহতের একটি গরু ও মারা গেছে , এ সময় অন্য একজন আহত হয় বলে জানা যায়।

নিহত জুবের মিয়া (১৭) উপজেলার পশ্চিম পৈলনপুর ইউনিয়নের হাজিপুর গ্রামের রেজওয়াল আলীর পুত্র। বজ্রপাতে গুরুতর আহত হয়েছেন একই গ্রামের মৃত শরীফ আহমদের ছেলে আলতাফ মিয়া (৪০)। তাকে উদ্ধার করে স্থানীয় একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে।

ওসমানীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শ্যামল বণিক ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

Sharing is caring!

Related Articles

Back to top button