
খাসিয়া-গারোদের সহস্রাধিক পানগাছ কেটে ফেলেছে দুর্বৃত্তরা
মৌলভীবাজারে খাসীয়া গারোদের হাজারখানেক পান গাছ কেটে ৪৮ পরিবারকে পথে বসিয়েছে দুর্বৃত্তরা। এই পানের চাষ করে জীবিকা নির্বাহ করে ৪৮ টি গারো -খাসিয়া পরিবার। এ ঘটনাকে কেন্দ্র করে বড়লেখা থানায় একটি সাধারণ ডায়েরি করে পান পুঞ্জির সুখমন আমসে । ভুক্তভোগীদের সাথে কথা বলে জানা যায় গতকাল ছোট লেখা চা বাগানের লিজ নেয়া টিলা ভূমিতে কিছু দুর্বৃত্তরা সহস্রাধিক পান গাছকেটে বিপদের মুখে ফেলে দেয় গরিব পানচাষীদের।
এ বিষয়ে বড়লেখা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোঃ জাহাঙ্গীর হোসেন সরদার বলেন বিষয়টি তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।
নিজস্ব প্রতিবেদক: লিংকন সরকার