
ঢাকায় ভারী বৃষ্টি ৮৫ মিলিমিটার রেকর্ড
ভোর ছয়টা থেকে শুরু হওয়া প্রবল বৃষ্টি এখনো অব্যাহত আছে ছয়টা থেকে নয়টা পর্যন্ত তিন ঘণ্টার বৃষ্টিতে ৮৫ মিলিমিটার বৃষ্টি রেকর্ড করা হয়েছে বলে আবহাওয়া অধিদপ্তর সূত্র জানিয়েছে। তিন ঘণ্টার বৃষ্টিতে ঢাকার অধিকাংশ রাস্তাঘাটে জলাবদ্ধতার সৃষ্টি হওয়ায় অফিসগামী ও কর্মজীবী নাগরিকরা পড়েছে চরম দূর্ভোগে। দেশের অন্যান্য স্থানের বৃষ্টির রেকর্ড এখনও জানা যায়নি। আজ সারাদিন ঢাকা-ময়মনসিংহ খুলনা জেলায় বাড়ি বৃষ্টি ও রাজশাহী বরিশাল এবং চট্টগ্রামে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি হবে বলে সূত্রটি নিশ্চিত করেছে।