সাগরে মাছ ধরায় নিষেধাজ্ঞা বিপাকে জেলেরা

টেকসই প্রজনন সামুদ্রিক সম্পদ সংরক্ষণ ও উৎপাদন লক্ষ্যমাত্রা অর্জনে ২০মে থেকে ২৩ জুলাই পর্যন্ত ৬৫ দিন সাগরে মৎস্য আহরণে নিষেধাজ্ঞা দিয়েছে সরকার। সমুদ্রে মাছ ধরা নিষে থাকা থাকায় উপকূলে এখানে দুপাশে মঙ্গল করে রাখা হয়েছে শত শত ট্রলার। বেকার হয়ে পড়েছে হাজারো জেলে। দীর্ঘদিন ধরে উপকূলীয় এলাকায় নোনাপানি থাকায় মাছের সংকটে এমনিতেই অভাব-অনটনে রয়েছে জেলেরা সরকারি সহায়তা ও অপ্রতুল নিবন্ধন তালিকায় নাম না থাকায় সহায়তা বঞ্চিত হাজার হাজার জেলে। বরগুনা মৎস্য বিভাগ জানিয়েছে বরগুনা জেলায় অধ্যাপক জেলেপাড়ায় ৮ হাজার ২২৭ জেলে পরিবারের ৩৭ হাজার ২২ জন জেলে সদস্য রয়েছে, এদের অধিকাংশেরই মাছ ধরা ছাড়া অন্য কোন পেশা জানা নেই, যাদের সামান্য সঞ্চয় রয়েছে তারাকোনরকম দিনাতিপাত করছে, যাদের কোনো সঞ্চয় নেই, তারা পড়েছে চরম বিপাকে, দু এক বেলা বা আধ পেটা খেয়ে দিন পার করছে অনেকেই। বরগুনা জেলায় মোট নিবন্ধিত জেলা রয়েছে ৩৬ হাজার ২২জন এরমধ্যে সাগর গামী২৭ হাজার ২৭৭ জন ছেলে ৮৬ কেজি করে চাল খাদ্য সহায়তা পাবেন বলে জানিয়েছেন জেলা মৎস্য কর্মকর্তা বিশ্বজিৎ কুমার।

Sharing is caring!

Related Articles

Back to top button