তিস্তায় হঠাৎ পানি বৃদ্ধি, গঙ্গাচড়ায় বাঁধে ভাঙ্গন

তিস্তা নদীর পানির তীব্র স্রোত বেড়ে যাওয়ায় রংপুরের গঙ্গাচড়ার কোল কেন্দে ইউনিয়নের বিন্ বিনা চর এলাকাবাসীর উদ্যোগে স্বেচ্ছাশ্রমে নির্মিত আমাদের প্রায় আধা কিলোমিটার অংশ বিলীন হয় তলিয়ে গেছে চরের ফসলি জমি হুমকিতে রয়েছে বেশকিছু গ্রামের রাস্তাঘাট ও বসতবাড়ি। স্থানীয় চেয়ারম্যান ও এলাকাবাসীর সহযোগিতায় অল্প কিছুদিন পূর্বে স্বেচ্ছাশ্রমে বাড়ি নির্মাণ করা হয়েছিল ভাঙ্গনরোধে জিও ব্যাগ ফেলারও উদ্যোগ নেওয়া হয়েছিল কিন্তু তার আগেই ভাঙ্গনের মুখে বাপ্পির অর্ধেক বিলীন হয়ে গেছে নদীর তীব্র স্রোতে। নদীর ভাঙ্গন ও পানিতে তলিয়ে যাওয়ার হুমকিতে পড়েছে বিন বিনা ,বাঘেরহাট শংকরদহ, তুর্বোফ্লি সহ কয়েকটি গ্রামের বাড়ি ঘর ও একে বাজারসংলগ্ন রংপুর কাকিনা রোডের ব্রিজ এবং চর এলাকার রাস্তা সহ বিভিন্ন ধর্মীয়, সামাজিক ,ও শিক্ষা প্রতিষ্ঠান। ভারত থেকে নেমে আসা পানির ঢলে তিস্তার পানি বিপদসীমার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে বলে জানিয়েছেন রংপুর পানি উন্নয়ন বোর্ডের ২ তত্ত্বাবধায়ক প্রকৌশলী।

Sharing is caring!

Related Articles

Back to top button