
সিলেটে সংঘটিত একাধিক ভূমিকম্প, কিছু প্রশ্নের উত্তর জানা দরকার
তেল ও গ্যাস কোম্পানিগুলোর কার্যক্রমের কারণেও অনেক সময় ছোট-ছোট ভূমিকম্প হয়ে থাকে। তবে তেল ও গ্যাস উৎপাদনের সময় ভূমিকম্প হবে কি না তা নির্ভর করতেছে কোন পদ্ধতি ব্যবহার করে তেল ও গ্যাস উৎপাদন করা হয় তার উপর। সিলেট বিভাগে যেহেতু একাধিক গ্যাসের খনি থেকে গ্যাস উৎপাদন করা হয় ও কোন কোন খনি থেকে অল্প কিছু তেল উৎপাদন করা হয় তাই আমার কিছু সাধারণ তথ্য দরকার। আপনাদের কাছে যদি কোন তথ্য থাকলে আমাকে জানানোর অনুরোধ করলাম। প্রকাশ্যে জানাতে হবে না। আমাকে ম্যাসেজ দিয়ে জানালেও হবে। আমার প্রশ্নগুলো নিম্নরূপ:
সিলেটে কোন তেল ও গ্যাস উৎপাদন কোম্পানি ফ্রাকিং পদ্ধতিতে তেল ও গ্যাস উৎপাদন করে কি না? এই তথ্যটি জানা খুবই গুরুত্বপূর্ণ।
বিশ্বের সবচেয়ে বিদপজনক ভূমিকম্প প্রবণ স্থানে ফ্রাকিং পদ্ধতিতে তেল ও গ্যাস উৎপাদন করা খুবই বিপদজনক একটি সিদ্ধান্ত। ফ্রাকিং হলও খুবই উচ্চ গতিতে ভূ-গর্ভে পানি, বালু, ও বিভিন্ন রাসায়নিক পদার্থ পাঠিয়ে পাথরের মধ্যে ফাটল সৃষ্টি করে পাথরের মধ্যে লুকিয়ে থাকে তেল ও গ্যাস বের করে নিয়ে আসা। উন্নত বিশ্বের দেশগুলোতে ভূমিকম্পপ্রবন স্থানে ফ্রাকিং পদ্ধতিতে তেল ও গ্যাস উৎপাদন প্রায় সম্পূর্ণ রূপে নিষিদ্ধ।
বর্তমানে কোন কোম্পানি সিলেটে নতুন কোন তেল ও গ্যাস কূপ খনন বা ড্রিলিং করতেছে কি না?
বর্তমানে তেল ও গ্যাস অনুসন্ধানের নতুন কোন পরীক্ষা চলতেছে কি না?
তেল ও গ্যাস এর উপস্থিতি আছে কি না তা প্রাথমিক অনুসন্ধানের সময় ভূ-গর্ভে বিভিন্ন মাত্রার বিস্ফোরণ ঘটিয়ে শব্দ সৃষ্টি করা হয় যে শব্দ ভূ-গর্ভের বিভিন্ন গভীরতায় বিভিন্ন ঘনত্বের পাথর ও মাটি থেকে প্রতিফলিত হয়ে ভূ-পৃষ্ঠে ফিরে আসে। এই তথ্য বিশেষণ করে বহু-অভ্যন্তরে তেল ও গ্যাসের উপস্থিতি নির্ণয়ন করা হয়। এই পরীক্ষা সম্পন্ন করার সময় অনেক সময় অনিচ্ছাকৃত ভাবে ছোট মানের ভূমিকম্পের সৃষ্টি হয়। আমেরিকার ওকলাহোমা ও টেক্সাস রাজ্যে এই রকম ভূমিকম্প প্রায়ই সংগঠিত হয়। তবে এই ভূমিকম্পগুলো ২ থেকে ৩ মাত্রার হয়ে থাকে।
লেখক: মোস্তফা কামাল পলাশ