বজ্রপাতের সিরাজগঞ্জে দুই কৃষকের মৃত্যু

সিরাজগঞ্জের শাহজাদপুরে বজ্রপাতে দুই কৃষক নিহত হয়েছেন। রোববার (৩০ মে) বিকেলে উপজেলার কায়েমপুর ইউনিয়নের ব্রজবালা লেদুরপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। এসময় আরও এক নারী আহত হয়েছেন।

নিহতরা হলেন- ওই গ্রামের মৃত নজরুল ইসলামের ছেলে সোহেল রানা (৪২) ও আলম মিয়ার ছেলে জাহিদুল ইসলাম (২৫)। অপরজন একই এলাকার আলম হোসেনের স্ত্রী ফুর্তি খাতুন (২৬)।কায়েমপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান হাসিবুল হক হাসান বলেন, বাড়ির পাশের ধানক্ষেতে কাজ করার সময় ঝড় ও বৃষ্টিপাত শুরু হয়। এ সময় তারা পাশের একটি শ্যালো মেশিন ঘরে গিয়ে আশ্রয় নেন। এ সময় প্রচণ্ড শব্দে বজ্রপাত হলে তিনজনের শরীর ঝলসে যায়। স্থানীয়রা তাদেরকে উদ্ধার করে হাসপাতালে নেয়ার পথে সোহেল রানা ও জাহিদুল ইসলামের মৃত্যু হয়। আহত ফুর্তি খাতুনকে চিকিৎসাধীন রয়েছেন।

এ বিষয়ে শাহজাদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহিদ মাহমুদ বলেন, এ ঘটনায় থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) রেকর্ড করে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

Sharing is caring!

Related Articles

Back to top button