সিলেটে বড় মাত্রার ভূমিকম্পের আশঙ্কা ৭ দিনের মধ্যে: সিসিকের জরুরী সভা।

বারে বারে ছোট ছোট ভূমিকম্প ,পরবর্তীতে বড় আকারের ভূমিকম্পের পূর্ব লক্ষণ বলে মনে করছেন বিশেষজ্ঞরা, গতকাল অল্প সময়ের ব্যবধানে সিলেটে দফায় দফায় ভূমিকম্প অনুভূত হওয়ার কারণে আশঙ্কাজনক পরিস্থিতি মোকাবেলায় সতর্কতামূলক ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে জরুরী সভা করেছে সিলেট সিটি কর্পোরেশন স্থানীয় প্রশাসন ও বিভিন্ন দপ্তরের সাথে।

সিলেটে একদিনে অল্প সময়ে অন্তত চারবার ভূমিকম্প অনুভূত হওয়ায় আগামী ৭দিনের মধ্যে বেশি মাত্রার ভূমিকম্পের আশঙ্কা প্রকাশ করছে আবহাওয়া অধিদপ্তর। সম্ভাব্য দুর্যোগ পরিস্থিতি মোকাবেলায় সিসিক মেয়র আরিফুল হক চৌধুরীর নেতৃত্বে সিসিকের সকল বিভাগ শাখা ও দপ্তরের প্রতিনিধিদের নিয়ে নিজস্ব একটি কন্ট্রোলরুম বিশেষ সেল গঠন করা হয়েছে। খোলা হয়েছে একটি হটলাইন নম্বর#০১৯১১২৪৯৬৯৯।

দুর্যোগ পরবর্তী ক্ষয়ক্ষতি কমিয়ে আনার লক্ষ্যে সিসিকের ২৭ টি ওয়ার্ড কাউন্সিলরদের নিয়ে প্রশিক্ষিত স্বেচ্ছাসেবকদের সমন্বয়ে প্রস্তুতিমূলক ব্যবস্থা নেওয়ার সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে

এছাড়া সিলেটের ঝুঁকিপূর্ণ ভবন গুলোতে বসবাসকারী নাগরিকদের সতর্কতামূলক  অবস্থানে থাকার আহ্বান জানানো হয়েছে।

Sharing is caring!

Related Articles

Back to top button