বাংলাদেশী গবেষক দম্পতির নতুন প্রজাতির ব্যাঙ আবিষ্কার

বন্যপ্রাণী গবেষক দম্পতি হাসান আল রাজি ও মারজান মারিয়ার গবেষণায় নতুন এক প্রজাতির ব্যাঙ আবিষ্কৃত হল। ২৮ মে শুক্রবার জার্নাল অব ন্যাচারাল হিস্ট্রি তে এই নতুন ব্যাঙ আবিষ্কার সংক্রান্ত গবেষণাপত্রটি প্রকাশিত হয়েছে। নতুন প্রজাতির এই ব্যাঙটির নাম দেওয়া হয়েছে সিলেটের লাল চোখ ইংরেজিতে যাকে বলা হয় সিলেটি লিটার ফ্রগ। এটি বাংলাদেশের তালিকায় ৫৩ তম ব্যাঙ প্রজাতি হিসেবে অন্তর্ভুক্ত হয়েছে ‌। এ বছরের ১৮ ফেব্রুয়ারি গবেষণাটি স্বীকৃতি পায়। সিলেট বিভাগের মৌলভীবাজার জেলায় লাউয়াছড়া বনে নতুন এই ব্যাঙ প্রজাতি আবিষ্কার করেন এই গবেষক দম্পতি। এই প্রজাতির ব্যাঙ যে অন্য প্রজাতির ব্যাঙ্গুলি থেকে ভিন্ন, শারীরিক পরিমাপ ,এদের  মলিকুলার বিশ্লেষণের পাশাপাশি, ডাকের বিশ্লেষণ করে তা প্রমাণিত হয়েছে। পুরো গবেষণাকর্মটি পরিচালনায় রাশিয়া থেকে সরাসরি সার্বিকভাবে তত্ত্বাবধান ও সহযোগিতা করেন রাশিয়ান অধ্যাপক নিক পোয়ারকভ।

Sharing is caring!

Related Articles

Back to top button