হত্যা করা হলো বন্য নীলগাইটিকে

ঘন্টাখানেকের মধ্যে হত্যা হলো বন্য নীলগাইটি। আজ দুপুরে প্রাণীটিকে বাঁচানো যায়নি। মানুষের নিষ্ঠুরতার শিকার নীলগাইটির হৃদপিন্ড বন্ধ হয়ে মারা গেলো।

ভারত অংশ থেকে পঞ্চগড়ের গিরিগাঁও গ্রামে ঢুকে পড়ে নীলগাইটি। এরপর শত শত মানুষ প্রাণীটিকে ধরতে লাঠিসোটা নিয়ে দৌড় ঝাপ, চিৎকার চেঁচামেচি করে ধাওয়া করে। এই সময়ের মধ্যে প্রাণীটি ভয়ে জীবন বাঁচাতে বিক্ষিপ্তভাবে একটানা ২০/২৫ কিমি দৌড়ায়। প্রায় ১০/১২ টি গ্রামের আইল ক্ষেত খামার, চা বাগান দাবড়িয়ে শেষে নীলগাইটি আটক হয় সেই অসচেতন, বর্বর, নিষ্ঠুর, অমানবিক বীরপুরুষদের হাতে। কিন্তু ততক্ষণে ক্লান্ত ও ভয়ে নীলগাইটি হৃদপিন্ড বন্ধ হয়ে মাটিতে ঢলে পড়ে।  পঞ্চগড়ে এমন ঘটনা প্রায় ঘটেই চলেছে।

এসব ঘটনা কেন ঘটে এই প্রশ্নের উত্তর কে দেবে??
তৃণভোজী ও সরল স্বভাবের নীলগাই ভারতের অধিকাংশ অঞ্চলেই দেখা যায়। পশ্চিমবঙ্গ, আসাম, মালাবার উপকূল ও বঙ্গোপসাগর সংলগ্ন অঞ্চলগুলো বাদে উত্তরে হিমালয়ের পাদদেশ থেকে দক্ষিণে কর্ণাটক প্রদেশ পর্যন্ত এদের দেখা মেলে। এছাড়া পাকিস্তান ও নেপালের ভারতীয় সীমান্তবর্তী এলাকায় নীলগাই দেখা যায়। চীনেও নীলগাই রয়েছে বলে জানা যায়। ১৯৫০ এর পূর্ব পর্যন্ত বাংলাদেশে নীলগাই দেখা গেলেও বর্তমানে তা বিলুপ্ত।
ছবি পাঠিয়েছে ।। মো. শরিফুল ইসলাম

Sharing is caring!

Related Articles

Back to top button